ভুলে গেছি, সত্যি তোকে ভুলে গেছি
জানি বিশ্বাস করবি না।
তবুও বলছি, সত্যি তোকে ভুলে গেছি।।
কি আর লাভ বল তোকে মনে রেখে
তুই কি পারবি?
এ শূন্যতাটা পুরনো করে দিতে?
পারবি না
জানি তুই পারবি না।
কেনই বা আর পারবি বল
আসলে দূরের মানুষের জন্য
কেউতো আর এত পারে না।।
কখনো যদি দেখিস মাঝ পথে দাঁড়িয়ে আছি।
ভাবিসনা তোকে দেখার জন্য
আজো আমি অপেক্ষা করছি।
কেনই বা করব?
আমিতো তোকে ভুলেই গেছি।।
আসলে এই রাস্তাটা আমার খুব ভালো লাগে,
দীর্ঘদিন এই রাস্তায় দাঁড়িয়ে ছিলাম তো
তাই আজও দাঁড়িয়ে থাকতে সাধ জাগে।।
কখনো যদি দেখিস
চোখের কোনা বয়ে গড়িয়ে পরছে পানি
ভাবিস না তোকে হারানোর জন্য
আমার এই গ্লানি.
তোকে তো ভুলেই গেছি, তাহলে কেন এত কষ্ট পাবো আমি।।
সত্যি তোকে ভুলে গেছি।।।
I forgot the truth, you forgot
Do not believe me.
Still, I forgot the truth.
What is the profit and you remember me?
What can you do
To empty the vacuum?
Not too much
You know I can not.
Why do not you speak too much?
In fact for the people far away
Nobody can do so much ..
If you ever see, I'm standing in the middle.
Thinking about you
I'm waiting for today.
Why do I?
I forgot you
Actually this road is very good for me,
I was standing on this street for a long time
So still be able to stand still ..
If you ever see it
The water is rolling in the eye
Do not worry about losing you
This is my dirt.
I forgot you, why should I suffer so much ..
I forgot the truth ...
I forgot the truth, you forgot
Do not believe me.
Still, I forgot the truth.
What is the profit and you remember me?
What can you do
To empty the vacuum?
Not too much
You know I can not.
Why do not you speak too much?
In fact for the people far away
Nobody can do so much ..
If you ever see, I'm standing in the middle.
Thinking about you
I'm waiting for today.
Why do I?
I forgot you
Actually this road is very good for me,
I was standing on this street for a long time
So still be able to stand still ..
If you ever see it
The water is rolling in the eye
Do not worry about losing you
This is my dirt.
I forgot you, why should I suffer so much ..
I forgot the truth ...
This comment has been removed by a blog administrator.
ReplyDelete