পাষাণ ছেলে|| কবিতা || প্রেমের কষ্ট||




ও পাষাণ ছেলে রে তুই কেমন করে ভুলে গেলি এই আমারে, আমি তো আজও ভুলতে পারিনি তোরে||

আজও প্রতি রাতে শুধু তোকে ভেবে চোখের কোনা দিয়ে গড়িয়ে পড়ে পানি,
সেই মাখোমাখো স্মৃতিগুলো বুকের বামে তোলে ব্যথার ধন্যি||

শত চেষ্টা করেও পারিনি তোরে আজও  ভুলে যেতে তুই কেমন করে ভুলে গেলি এই আমারে|

ও পাষাণ ছেলে রে তুই কেমন করে ভুলে গেলি এই আমারে আমি তো আজও ভুলতে পারিনি তোরে||

 আজও প্রতিদিন তোকে দেখার আশায় জানালার কোণে দাঁড়িয়ে থাকি,
আজও বর্ষার দিনে তোকে পরাবো বলে বকুলের মালা গাঁথি|

মালা তো মালাই রয়ে যায় শুকিয়ে যায় ফুল, আজ মন বলে তোকে ভালোবেসে করেছি বড় ভুল|

ও পাষাণ ছেলে রে তুই কেমন করে ভুলে গেলি এই আমারে আমি তো আজও ভুলতে পারিনি তোরে||


And the son of a Stone, how did you forget that I have not forgotten even today?

Even today every night only you get water through the eyelid with your eyes
The joy of the pain that makes the memories of the cheeks left on the chest

I could not even try to forget you even forgotten how you forgot me

And the son of a trail, how did you forget that I have not forgotten even today?

Today, in the hope of seeing you every day, I stand in the corner of the window
Bacul's garment ganthi will be able to defeat you on the day of the rainy season

The garland remains dry and the flowers are dry

And the son of a trail, how did you forget that I have not forgotten even today?

Thanks for reading my writing, JF Anika.

ধন্যবাদ আমার লেখা গুলো পড়ার জন্য, জে.এফ আনিকা।

Post a Comment (0)
Previous Post Next Post