শুন্যতা জে এফ আনিকা


শুন্যতা
জে এফ আনিকা
কেন আমার সাথেই হয় এমন।
কেন স্বপ্ন গুলো ঝরে যায় বৃষ্টির মত।
জানি না
একি আমার ব্যর্থতা নাকি, 
ভাগ্যের লিখন, জানিনা।।
কেন আমার সাথেই হয় ...লিখন জানিনা। 
যেদিন থেকে বুঝতে শিখেছি
আমার আকাশে শুধু রাতে দেখেছি
সে রাতেও কখনো ভুল করে চাঁদ ওঠেনি।
কেন আমার সাথেই হয় ...….লিখন জানিনা। 
শুনেছি সন্ন্যাসীর ও নির্দিষ্ট সীমানা থাকে,
দেখেছি পথচারীকে ক্লান্ত হয়ে বটের মূলে বসতে। 
তবে আমি কেন পারিনা? 
তবে কি কোনদিনও বটের ছায়া আমি পাব না, তবে কি কোনদিন ও পূবালী বাতাস আমায় ছোঁবে না? 
তা আজও জানি না।
কেন আমার সাথেই হয় ...….লিখন জানিনা।‌

Thanks for reading my writing, JF Anika.

ধন্যবাদ আমার লেখা গুলো পড়ার জন্য, জে.এফ আনিকা।

Post a Comment (0)
Previous Post Next Post