ডেঙ্গু থেকে সুস্থ করবে পেঁপে পাতার রস


প্রতিদিন ক্রমান্বয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই নতুন করে বাড়ছে এ রোগের সংখ্যা এবং মারা যাচ্ছেন অনেকে। কাজেই এখন আমাদের সবার মধ্যে এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তবে আতঙ্কিত না হয়ে আমাদের এই রোগের মোকাবেলা করতে হবে। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি প্রতিদিন আমাদের মুশুরি টাঙ্গিয়ে ঘুমাতে হবে। এছাড়াও মশা দূর করার জন্য আমাদের ঘরে কয়েল জানাতে হবে, অ্যারোসল বা যে কোন পদ্ধতি ব্যবহার করতে হবে।
এর পরও যদি কেউ ডেঙ্গু আক্রান্ত হন তাহলে উদ্বিগ্ন না হয়ে ডাক্তারের পরামর্শ নিন। স্বাভাবিক খাবারের সঙ্গে পানি খাবার স্যালাইন, ফলের রস, দুধ, সুফ বেশি বেশি করে পান করুন।
ডেঙ্গু থেকে সুস্থ হতে আরও কার্যকর পদ্ধতি হলো পেঁপের পাতার রস। পেঁপে পাতার রসের হয়েছে কাইমোপ্যাপিন ও প্যাপাইন যা রক্তের প্লেট এর সংখ্যা ও রক্ত চলাচল স্বাভাবিক করতে সাহায্য করে। ফলের ডেঙ্গু জ্বর থেকে সহজেই সুস্থ হওয়া যায়। একাধিক গবেষণায় এর প্রমাণ মিলেছে। এমনটি বলা হয়েছে স্বাস্থ্যবিষয়ক সংবাদমাধ্যম মেডিকেল এক্সপ্রেসের এক প্রতিবেদনে।

যেভাবে পেঁপে পাতার রস তৈরি করবেন: 
প্রথমেই পেঁপে পাতাটি ভালো করে ধুয়ে নিন। এরপর পরিষ্কার পাতাটি পাটা  অথবা হামু থেতলে নিন। এবার পাতাটি চিপে রস বের করুন এবং রসটি ছাকনি দিয়ে চা। এরপর এক চামচ পরিমাণ মধুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন।
রস খাবার নিয়ম:
ডেঙ্গু রোগীদের প্রতিদিন তিন বেলা এক কাপ পরিমান পেঁপে পাতার রস পান করতে হবে। ইনশাল্লাহ ধীরে ধীরে রোগী সুস্থ হয়ে উঠবে।

Thanks for reading my writing, JF Anika.

ধন্যবাদ আমার লেখা গুলো পড়ার জন্য, জে.এফ আনিকা।

Post a Comment (0)
Previous Post Next Post