চলিত ভাষার সংজ্ঞা অথবা চলিত ভাষারীতি কাকে বলে?
ভাগীরথী নদীর তীরবর্তী স্থান সমূহের মৌখিক ভাষারীতি মানুষের মুখে মুখে রূপান্তর লাভ করে প্রাদেশিক শব্দাবলী গ্রহণ এবং চমৎকার বাক্ভঙ্গির সহযোগে গড়ে ওঠে। এই ভাষারীতিকেই চলতি ভাষারীতি বলে। এই ভাষারীতি মৌখিক ও লিখিত উভয় ক্ষেত্রে আকর্ষণীয় ও আদরণীয়।
চলতি ভাষারীতির উদাহরণ: 'একজন লোকের দুটি ছেলে ছিল।'
চলতি ভাষা রীতির বৈশিষ্ট্য:
১. চলতি ভাষা সর্বজনগ্রাহ্য মার্জিত ও গতিশীল ভাষা। তাই এটি মানুষের কথাবার্তা ও লেখার ভাষা হিসেবে গৃহীত হয়েছে। এটি পরিবর্তনশীল।
২. এ ভাষারীতি ব্যাকরণের প্রাচীন নিয়ম কানুন দিয়ে সর্বদা ব্যাখ্যা করা যায় না।
৩. চলতি ভাষারীতিতে অপেক্ষাকৃত সহজ সরল শব্দের ব্যবহার বেশি বলে এটি বেশ সাবলীল, চটুল ও জীবন্ত।
৪. বলার ও লেখার ভাষা বলেই এ ভাষা বক্তৃতা, ভাষণ, নাটকের সংলাপ ও সামাজিক আলাপ আলোচনার জন্য অত্যন্ত উপযোগী।
৫. চলতি ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়।