10000 টাকার মধ্যে Samsung Xiaomi Realme 🔥 এর সেরা পাঁচটি স্মার্ট ফোন।

10000 টাকার SAMSUNG, Xiaomi, Realme এর সেরা পাঁচটি স্মার্ট ফোন। 

Realme c 11 2021 smartphone- JF Anika 

আপনি যদি 10 হাজার টাকার কম বা এর আশেপাশে ভালো কোন স্মার্টফোন কিনতে চান তাহলে আজকের আয়োজন আপনার জন্যই। আজকে আমরা শেয়ার করেছি এমন দুর্দান্ত অফিসার এর পাঁচটি স্মার্টফোন যা আপনার বাজেটের মধ্যে সর্বোচ্চ ভালো হবে আশা করা যায়।
নরমালি ব্যবহার করার জন্য এই স্মার্টফোনগুলোর দারুন কাজের। আপনি চাইলে অনায়াসে সিলেক্ট করতে পারেন আপনার পছন্দের স্মার্টফোন টি।
আপনি স্যামসাং, শাওমি, রিয়েলমি, ইনফিনিক্স এর মত বড় বড় সব স্মার্টফোন কোম্পানির মোবাইল গুলো নিতে পারেন 10000 টাকার কমে বা এর আশেপাশে। এ স্মার্টফোনগুলো কোন তারিখে রিলিজ করা হয়েছে সেটিও আমরা উপস্থাপনা করেছি, যাতে করে আপনাদের ধারণা আরো পরিষ্কার হয়। অফ্লাইন এবং অনলাইনে খুব ভালোভাবে কিনতে পারবেন স্মার্টফোনগুলো।

 5. TECNO SPARK GO 2021

টেকনো এই স্মার্টফোনটি লঞ্চ করেছে এন্ড্রয়েড ভার্সন
Android 10 এ। আর এই স্মার্টফোনের  RAM পাচ্ছেন
2GB  আর RUM পাচ্ছেন 32GB (মানে ইন্টারনাল স্টোরেজ বা মোবাইলের মেমোরি) টেকনোর এই স্মার্টফোনে প্রাইমারি ক্যামেরা পাচ্ছেন 13 MP এবং সেকেন্ডারি ক্যামেরা পাচ্ছেন 8 MP মেগাপিক্সেলের যা এই বাজেটের মধ্যে দুর্দান্ত। আরো পাচ্ছেন Fingerprint (rear-mounted)।  এ স্মার্টফোনটির এর ডিসপ্লে তে পাচ্ছেন IPS LCD 6.52 inches ডিসপ্লে। যা আপনাকে বড় পর্দায় ভিডিও দেখাবা গেমস খেলার আনন্দ দিতে পারবে। সাথে ব্যাটারির ক্যাপাবিলিটি তে থাকছে Li-Po 5000 mAh, non-removable ব্যাটারি। যার ডিসপ্লে রেজুলেশন হচ্ছে
720 x 1600 পিক্সেল, এবং এই ডিসপ্লের রেশিও পাচ্ছেন 20:9 । যার পিপিআই ডেনসিটি থাকছে 269।
টেকনো তাদের এই স্মার্টফোনে চিপসেট ব্যবহার করেছে
Quad-core প্রসেসর। এই স্মার্টফোনটি রিলিজ করা হয়েছে 2021, July 07।
যার বর্তমান মার্কেট প্রাইস
BDT. 9,500 টাকা



 4. INFINIX SMART 5

ইনফিনিক্স স্মার্ট ফাইভ এ স্মার্টফোনটিকে এন্ড্রয়েড ভার্সন লঞ্চ করা হয়েছে Android 10 (Go edition)
এই ফোনের ডিসপ্লে তে পাচ্ছেন IPS LCD 6.6 inches ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720 x 1600 পিক্সেল, এবং এই ডিসপ্লের রেশিও হচ্ছে 20:9  যার পিপিআই ডেনসিটি রয়েছে 266। এই ফোনটিতে  পাচ্ছেন RAM 2GB আর  ইন্টারনাল স্টোরেজ বা RUM 32GB। তবে এই ফোনটি আরেকটি ভেরিয়েন্টেও লঞ্চ করা হয়েছে   3GB 64GB। 
এই ফোনটিতে প্রসেসর পাচ্ছেন Med iatek MT6761D Helio A20 প্রসেসর। ক্যামেরা অপশনে থাকছে
 13 MP + QVGA প্রাইমারি ক্যামেরা আর সেকেন্ডারি ক্যামেরা অপশনে পাচ্ছেন  8 MP ক্যামেরা। এই ফোনটির আরেকটি আকর্ষণীয় দিক হচ্ছে এত কম বাজেটে এই ফোনে পাচ্ছেন Fingerprint (rear-mounted)
এই ফোন টি পুরো প্লাস্টিক বডি। ব্যাটারি ক্যাপাসিটি তে থাকছে Li-Po 5000 mAh, non-removable ব্যাটারি।
সঙ্গে বক্সে পাচ্ছেন  একটি 10W ওয়াট এর ফাস্ট চার্জিং।
এই ফোনটির রেলীজ করা হয়েছে 2020, August 20। 
যার বর্তমান মার্কেট প্রাইস 
৳8,490 টাকা


3. Realme C11 (2021)

রিয়েলমি দুর্দান্ত ফিচার সমৃদ্ধ মিড বাজেট এর এই স্মার্টফোন টি বাজার কাঁপিয়েছিল 2020 সালে। তারই সুবাদে রিয়েলমি C11 কে নতুন ফিচার সমূহ নিয়ে 2021 ভার্সনে মার্কেটে লঞ্চ করেছে। 
এই ফোনটিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে Android 11, এবং সঙ্গে রিয়েলমির নিজস্ব অপারেটিং সিস্টেম Realme Go UI ও দেওয়া হয়েছে।।
যার ডিসপ্লে তে রয়েছে 6.52 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লে রেজুলেশন পাচ্ছেন 720 x 1600 পিক্সেল, যার রেশিও হচ্ছে 20:9। এই ডিসপ্লেতে পিপিআই ডেনসিটি দেওয়া হয়েছে 269 যার কারণে ক্যামেরা ফোকাসিং ভিডিও জমিন করে দেখার সুবিধা পাবেন। রিয়েলমি সি এলিভেন 2021 ওয়ানে রাম পাচ্ছেন 2GB RAM এবং রুম পাচ্ছেন
32GB। এই ফোনটিতে প্রাইমারি ক্যামেরা অপশন এ থাকছে 8 MP ক্যামেরা এবং সেকেন্ডারি ক্যামেরা অপশনে পাচ্ছেন 5 MP সেলফি ক্যামেরা। এই পুরো ফন্টে প্লাস্টিক বডির। ফোনটিতে ব্যাটারি পাচ্ছেন
Li-Po 5000 mAh, non-removable ব্যাটারি যার কারণে অনায়াসেই এই ফোনটির ব্যাকআপ পাবেন 1 থেকে 2 দিন। বক্সা আরো থাকছে একটি 10W এর ফাস্ট চার্জিং।
এই ফোনটি রিলিজ করা হয়েছে 2021, June 28।
যার বর্তমান বাজার মূল্য
 BDT. 10,000 টাকা


2. Xiaomi Redmi 9A

বলতে গেলে এটি শাওমির এমন একটি ফোন যাও অল্প দামে দারুণ সব ফিচার দিয়েছে তার গ্রাহকদের।
শাওমির এই ফোনটিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে দিয়েছে Android 10, এবং শাওমির নিজস্ব অপারেটিং সিস্টেম MIUI 12। রেডমি নাইনে তে ডিসপ্লে অপশনে পাচ্ছেন IPS LCD,  6.53 ইঞ্চি ডিসপ্লে, যারা রেজুলেশন হচ্ছে 720 x 1600 পিক্সেল, এবং এই ডিসপ্লের রেশিও হচ্ছে 20:9  যার পিপিআই ডেনসিটি 269। ফোনটিতে প্রাইমারি ক্যামেরা পাচ্ছেন 13 MP, এবং সেকেন্ডারি ক্যামেরা পাচ্ছেন 5 MP। এই ফোনটিতে প্রসেসর অপশনে পাচ্ছেন MediaTek Helio G25 (12 nm) একটি প্রসেসর যার কারণে গেমস খেলে  নতুন এক্সপেরিয়েন্স পাবেন ‌। শাওমি এই ফোনটি পাঁচটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে যা দামের উপর নির্ভর করে অনেক ফিচার আলাদা আলাদা হবে। আজকে আমরা কথা বলছি 2GB RAM এবং 
32GB রুম নিয়ে। এছাড়াও আপনাদের সুবিধার জন্য বাকি ভেরিয়েন্ট গুলো উপস্থাপনা করা হলো: 
32GB 3GB RAM,
64GB 4GB RAM, 
128GB 4GB RAM, 
128GB 6GB RAM

রেডমি 9a এই ফোনটা তে ব্যাটারি অপশনে পাচ্ছেন
Li-Po 5000 mAh, non-removable ব্যাটারি।
এবং বক্সে পাচ্ছেন একটি 10W ফাস্ট চার্জিং।
এ ফন্টে রিলিজ করা হয়েছে 2020, July 07।
যার বর্তমান মার্কেট প্রাইস 
৳9,999 টাকা


1. SAMSUNG GALAXY M02

বলতে গেলে স্যামসাং শুধু তার বাজার ধরে রাখার জন্যই এমন লো বাজেটের ফোন মার্কেটিং করে থাকে। তারপরেও বাজারের অন্যান্য ফলের তুলনায় স্যামসাং ফোনের ফিচার কিছু কম থাকে এবং দাম একটু বেশি থাকে। কথায় আছে ভালো জিনিসের ভালো দাম। শুধুমাত্র স্যামসাং ইউজাররাই জানে স্যামসাং ফোন কেমন। যাইহোক স্যামসাং এই ফোনটিতে এন্ড্রয়েড ভার্সন এ দিয়েছে
Android 10, এবং তার নিজস্ব অপারেটিং সিস্টেম One UI 2.0 । কিন্তু আমার মনে হয়েছে স্যামসাং এন্ড্রয়েড ভার্সন এলিভেন দিতে পারতো এই ফোনটা তে। যাইহোক এই ফোনের প্রসেসরে পাচ্ছেন Mediatek MT6739W প্রসেসর।  ডিসপ্লে তে পাচ্ছেন PLS IPS 6.5  ইঞ্চি ডিসপ্লে। 
এই ফোনটিতে দেওয়া হয়েছে 2GB RAM এবং 32GB ইন্টার্নাল স্টোরেজ। এছাড়াও এই ফোনটি আরেকটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে 32GB 3GB RAM।
এই স্মার্টফোনটিকে প্রাইমারি ক্যামেরা সেকশনে পাচ্ছেন
13 MP, 2 MP ক্যামেরা এবং সেকেন্ডারি ক্যামেরা  তে পাচ্ছেন 5MP ক্যামেরা। ব্যাটারি সেকশনে পাচ্ছেন 
Li-Po 5000 mAh, non-removable ব্যাটারি।
এই ফোন টি সম্পূর্ণ প্লাস্টিক বডির।
এই ফন্টে রিলিজ করা হয়েছে 2021, February 09।
যার বর্তমান মার্কেট প্রাইস
BDT 11,299 টাকা

JF Anika

যদি এই ওয়েবসাইটে লেখাগুলো ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ আপনাদের সকলের মঙ্গল করুক। (আমিন)

Thanks for reading my writing, JF Anika.

ধন্যবাদ আমার লেখা গুলো পড়ার জন্য, জে.এফ আনিকা।

Post a Comment (0)
Previous Post Next Post