আসছে গরম বাড়ছে অসুখ-বিসুখ| বড় থেকে ছোট সব বয়সী লোকেদের নানা ধরনের অসুখ-বিসুখ ছড়িয়ে পড়ছে| সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে হিট স্ট্রোক| আজকে আমরা জানবো এই রোগটি কেন হয়, বা কি কারণে যে রোগ হয়| আলোচনা করব|
হিট স্টক কি?
গরমের সময় একটি মারাত্মক স্বাস্থ্যগত
সমস্যার নাম হিট স্ট্রোক।
চিকিৎসা শাস্ত্র অনুযায়ী, শরীরের তাপমাত্রা 105 ডিগ্রি ফরেনহাইট ছাড়িয়ে গেলে তাকে হিটস্ট্রোক বলে|
1. শিশু ও বৃদ্ধদের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা কম থাকায় হিট স্ট্রোকের সম্ভাবনা বেশি থাকে.
2. যারা দিনের বেলায় প্রচুর কায়িক পরিশ্রম করেন তাদের হিট স্ট্রোক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি.
3. শরীরে পানিস্বল্পতা হলে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে।
গরমে হিট স্ট্রোক রোগের করনীয় কি?
শরীরে পানির পরিমাণ স্বাভাবিক রাখতে প্রচুর পানি ডাবের পানি, ওর স্যালাইন পান করতে হবে|বেশি গরমের সময় ভারী কায়িক পরিশ্রম না করা|
The rising heat is coming All kinds of diseases are spreading from all age groups of older to small Hit stroke has spread to the most Today we will know why this disease is due, or what causes the disease I will discuss
What is a hit stock?
Summer is a deadly health
Problem name hit stroke
According to medical science, when the body temperature exceeds 105 degrees Fahrenheit, it is called a hitzrok
1. There is a high likelihood of a hit stroke because the child and the elderly have low thermal control capability.
2. People who work on a lot of days during the day are more at risk of hit stroke.
3. If you have pain in the body, it increases the risk of a hit stroke.
What is the cause of heat stroke disease in summer?
To keep the amount of water in the body normal, drink plenty of water, drink saline, do not work heavily during heavy heat.