বিজ্ঞানী আইনস্টাইন এর মজার গল্প

একদিন বিজ্ঞানী আইনস্টাইন এবং তার ড্রাইভার মিলে এক জায়গায় যাচ্ছিলেন| হঠাৎ ড্রাইভার বলে উঠলেন, আপনি  প্রতিদিন মিটিং এ যে ভাষণ গুলো দেন সেগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে| আইনস্টেন তো শুনে খুব অবাক হয়ে বললেন তাই নাকি!বেশ তাহলে এর পরের মিটিং এ যেখানে যাব ওখানকার কেউ আমাকে চেনে না| তো তুমি সেই মিটিং এ আমার হয়ে ভাষণ দিও, আর আমি ড্রাইভার হয়ে গাড়িতে বসে থাকবো|
দুদিন পর সেই মিটিং এ ড্রাইভার গরগর করে আইনস্টাইন এর ভাষণ গুলো দিয়ে ফেলল|  উপস্থিত জ্ঞানীগুণীরা তাকে তুমুল করতালিতে সমর্থন করলো|
সভার উদ্যোক্তরা ড্রাইভার কে আইনস্টাইন ভেবে গাড়িতে তুলে দিতে আসলো|
সেই সময় একজন অধ্যাপক ড্রাইভার কে বললেন স্যার,
আর একবার "আপেক্ষিক" এর সংখ্যাটা বুঝিয়ে দিবেন?
 আইনস্টেন দেখলেন  এখন তো মহাবিপদ ড্রাইভার তো ধরা পড়ে যাবে|
কিন্তু ড্রাইভার এর কথা শুনে তিনি তাজ্জব হয়ে গেলেন!
ড্রাইভার বিদ্রুপ স্বরে বললেন, এই সহজ কথাটা আপনি বুঝতে পারেননি? আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন, সে বুঝিয়ে দেবে||

Thanks for reading my writing, JF Anika.

ধন্যবাদ আমার লেখা গুলো পড়ার জন্য, জে.এফ আনিকা।

Post a Comment (0)
Previous Post Next Post