নাইট ক্রিমের অপকারিতা।। যারা সাদা ত্বকের জন্য নাইট ক্রিম ব্যবহার করেন তাদের জন্য বিশেষ এই টিপস।।



যারা সাদা ত্বকের জন্য নাইট ক্রিম ব্যবহার করেন তাদের জন্য বিশেষ এই টিপস।। নাইট ক্রিমের অপকারিতা।।

আসসালামু আলাইকুম। সম্মানিত ভিজিটর আপনাদের মধ্যে এমন অনেকেই আছে যাদের গায়ের কালো চামড়ার জন্য নিজেকে অপছন্দ করে। কিংবা কারো সামনে যেতে লজ্জা বোধ করে। অনেকে আবার মনে করেন যে কোন সাবান বা ক্রিম ব্যবহার করলে তার কালো স্বভাবটা দূর হয়ে যাবে। তো আজকে আমরা আলোচনা করব কোন সাবান বা ক্রিম ফর্সা হওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে। এ ধরনের কোন ক্রিম  সত্যিকার অর্থে নেই যেটা ব্যবহার করে আপনার ত্বক ফর্সা হবে। বাজারে যে ত্বক ফর্সাকারী ক্রিম পাওয়া যায় সেগুলো কিছুদিনের জন্য আপনার ত্বকে মেলানিন কমিয়ে দেয়। এতে কিছুদিনের জন্য আপনার ত্বক ফর্সা দেখা যায়। এরপর আবার আগের মতই হয়ে যায়। আপনি যদি উজ্জ্বল গায়ের রং চান তাহলে এই ক্রিমগুলো আপনাকে সব সময় ব্যবহার করতে হবে। এত লম্বা সময় ধরে এই ক্রিমগুলো ব্যবহার করার ফলে ত্বকের মেলানিন এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান কমে যায়। এতে ত্বক ফর্সা হয় ঠিকই, কিন্তু রোদের অতিরিক্ত বেগুনি রশ্মির ক্ষতিকর উপাদানের বিরুদ্ধে ত্বককে রক্ষা করতে পারে না। কারণ ত্বকের প্রয়োজনীয় তখন আর থাকেনা। এতে ত্বকের ক্যান্সারসহ নানা ধরনের সমস্যা দেখা যায়। তাই ফর্সা উজ্জ্বল ত্বকের চেয়ে কালো ত্বক আপনার জন্য অনেক ভালো।। আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন।


Special tips for those who use night cream for white skin ..  Diet of night cream ..


 Assalamu Alaikum  Honorable Visitors There are many of you who hate themselves for black skin.  Or feel shy to go in front of anyone.  Many people think that if using any soap or cream, their black temperament will be overcome.  So today we will talk about any soap or cream that can be used for foreskin.  There is no such cream in fact that your skin will become dry.  Skin supplements found in the market have reduced your skin to melanin for a few days.  In this, your skin is visible for a while.  Then again it becomes the same as before.  If you want bright skin color then you will have to use these creams all the time.  The use of these creams for such a long time has reduced skin melanin and other essential components.  The skin is fine, but the sun does not protect the skin against excessive violet rays.  Because there is no longer necessary for the skin.  There are many problems with skin cancer.  So black skin is so much better for you than a brighter skin.  Hope you understand it well.


  1. Top Powerhouse Gym Facts
  2. Top Llama Facts
  3. Top Coconut Tree Facts
  4. Top Socrates Facts
  5. Top Atlantis Facts
  6. Top Bucharest Facts
  7. Top Komodo Dragon Facts


2 Comments

Thanks for reading my writing, JF Anika.

ধন্যবাদ আমার লেখা গুলো পড়ার জন্য, জে.এফ আনিকা।

  1. very interest post, and very help full topic

    ReplyDelete
  2. আসসালামু অলাইকুম।আমি ত্বক ফর্সা করার জন্য নাইট ক্রিম ব‍্যবহার করতাম।বলতে গেলে 3/4 বছর ব‍্যবহার করেছি আমি যখন থেকে ব‍্যবহার করা শুরু করেছিলাম তখন জানতাম না এর পাশ্বপ্রতিক্রিয়া আছে। ফ্রেন্ড রা ব‍্যবহার করত তায় আমিও করতাম। এখন বুঝছি,বিষয়টা। আমি ক্রিমটা ব‍্যবহার করা বাদ দিতে চাই।আমার বয়স 20। ক্রিমটা ব‍্যবহার করা ছেড়ে দিলে ত্বক এর কোন ক্ষতি হবে কি না জানতে চাচ্ছি! যদি ক্ষতি হয় আমি কি করতে পারি, কিভাবে যত্ন নেব ত্বক এর?যদি বলে সাহায্য করতেন আমাকে।

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post