Samsung Galaxy M20 and M10 স্যামসাং গ্যালাক্সি এম ১০।। স্যামসাং এর সেরা ফোন।। লো বাজেটের স্যামসাংয়ের ফোন



২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে স্যামসাং নতুন কয়েকটি ফোন রিলিজ করেছে। তার মধ্যে উন্নত মানের ফোন হচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এস ১০। ফোনটিতে রয়েছে দুটি কালার কালো এবং নীল। ফোনটি দেখতে অনেকে স্মার্ট এবং আকর্ষণীয় খুব লো ওয়েট। ফোনটি ১৬৩ গ্রাম ওজন মাত্র।ফোনটিতে রয়েছে ৬.২ ইঞ্চি এইচডি প্লাস ইনফিনিটিভ-ভি  ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন হচ্ছে ৭২০*১৫২০। ফোনটিতে নেটওয়ার্ক সার্ভিস দেওয়া হয়েছে টুজি থ্রিজি এবং ফোরজি। এবং ডুয়েল সিম ফোন দিতে দেওয়া হয়েছে ডুয়েল সিম দুটোই ন্যানো সিম হতে হবে।এই ফোনের ব্যাটারি হচ্ছে ৩৪০০ এমএইচ ব্যাটারি।ফোনটিতে প্লাস পয়েন্ট হিসেবে রয়েছে, আল্ট্রা ওয়াইড সমৃদ্ধ ডুয়েল রিয়ার ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা ১.০ অ্যাপাচার এর ১৩ মেগাপিক্সেল লেন্স এবং অন্যটিতে বৈশিষ্ট্য সম্পন্ন ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স।
২ জিবি রেম এবং ১৬gb রম এই ফোনটির দাম হচ্ছে ১০ হাজার ৯৯৯ টাকা।
 এবং ৩ জিবি রেম এবং ৬৪ জিবি রম এর দাম হচ্ছে ১১ হাজার ৯৯৯ টাকা।

আপনি যদি এই মোবাইলটি ১০০% অরিজিনাল এবং খুব কম দামে কিনতে চান‌। তাহলে নিচের লিংকে ক্লিক করে মোবাইলটি কিনতে পারেন। এই লিংকে ক্লিক করলে মোবাইল কিনলেই পাবেন  1090 টাকা ডিসকাউন্ট। 
আরো পাচ্ছেন 10% স্পেশাল ডিসকাউন্ট। 
সন্ধ্যে হলে এই লিঙ্কে ক্লিক করে ভিজিট করতে পারেন।

এই মোবাইলটি সবচেয়ে কম রেটে কিনতে এইখানে ক্লিক করুন

Thanks for reading my writing, JF Anika.

ধন্যবাদ আমার লেখা গুলো পড়ার জন্য, জে.এফ আনিকা।

Post a Comment (0)
Previous Post Next Post