ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কাঁচা হলুদ কিংবা গুড়া হলুদের ভূমিকা।
আসসালামু আলাইকুম।
সম্মানিত ভিজিটর আশা করি আপনারা ভালো আছেন। তো অনেকের ঘরে কাঁচা হলুদ থাকে না কিংবা যারা বাসাবাড়িতে থাকেন তাদের ঘরে গুঁড়ো হলুদ থাকে, আজকে আমরা আলোচনা করব কাঁচা হলুদের গুঁড়ো হলুদ ত্বকের জন্য কি কাজে আসে। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কাঁচা হলুদ ভালো ভূমিকা রাখে। আর তা না হলে গুড়া হলুদ ব্যবহার করতে পারেন। তাতেও কাজ হবে, তবে একটু কম হবে।
আর আপনি যদি আরও উজ্জ্বল ত্বক পেতে চান। তাহলে প্রতিদিন কাঁচা হলুদ একটু করে দুধের সঙ্গে খাবেন তাহলে আপনার সারা শরীরের রং অটোমেটিক হলুদে ভাব আসবে। এবং হলুদ ফরসা হবে।
100% right topic
ReplyDelete