যে কোন ফোনের পাসওয়ার্ড খুলুন হাত দিয়ে


আপনার হাতের যে কোন ফোনের যদি  পাসওয়ার্ড ভুলে যান তাহলে কীভাবে পাসওয়ার্ড খলবেন শেখাবো আজকে।

প্রথমে আপনার হাতের এ স্মার্টফোনটি নিবেন। তারপর পাওয়ার বাটন এবং ভলিউম বাটন প্লাস একসঙ্গে লং প্রেস করবেন। মানে দীর্ঘ সময় চেপে ধরবেন। তারপর দেখবেন অনেকগুলো অপশন আসবে এই অপশনগুলো কিন্তু আপনি ফোনের স্কিন টাচ করে কাজ করতে পারবেন না। এই অপশনগুলো ওকে করতে গেলে আপনাকে পাওয়ার বাটন চাপতে হবে এবং উপরে নিচে করতে গেলে ভলিউম বাটন প্লাচ এবং ভলিউম বাটন মাইনাস চাতে হবে তাহলে শুধু আপনি এটি আপডাউন করতে পারবেন। এই অনশনের 4 নাম্বারে দেখবেন একটি রেস্টার অপশন আছে। এখানে ক্লিক করলে আপনি যে কোন রকম ফোনের পাসওয়ার্ড সমস্যা একেবারে সলভ করতে পারবেন। ফোনটি  রিয়েস্টার হলে নতুন হয়ে যাবে। তো জানেন তো রেজিস্টার কিভাবে দিতে হয়। এটি শুধু আমি শিখিয়ে দিলাম আপনার ফোন থেকে কিভাবে পাসওয়ার্ড ভুলে গেলে রিয়েস্টার দিবেন।
আপনাদের  সুবিধার জন্য একটি ভিডিও  নিচে দিলাম।

Thanks for reading my writing, JF Anika.

ধন্যবাদ আমার লেখা গুলো পড়ার জন্য, জে.এফ আনিকা।

Post a Comment (0)
Previous Post Next Post