সব সিমের ইমারজেন্সি ব্যালেন্স কোড
©*বাংলালিংক
বাংলালিংক সিমের গ্রাহকরা ইমারজেন্সি ব্যালেন্স হিসাবে ১০ থেকে ১০০ টাকা পর্যন্ত পাবেন।
ব্যালেন্স পেতে- *৮৭৪#
©*জিপি
জিপি সিমের গ্রাহকরা ইমারজেন্সি ব্যালেন্স হিসাবে ১০ থেকে ১০০ টাকা পর্যন্ত পাবেন
ব্যালেন্স পেতে- *১০১০*১#
ব্যালেন্স চেক করতে- *৫৬৬*২৮#
©*রবি
রবি সিমে এই সুবিধাটা পাওয়ার জন্য আপনাকে রবি ঝটপট ব্যালেন্সে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
রেজিস্ট্রেশন- *৮৮১১*১#
ব্যালেন্স পাওয়ার জন্য “START” লিখে পাঠিয়ে দিন ৮৮১১ নাম্বারে।
এভাবে ০৫ থেকে ১০০ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স পেতে পারেন।
রেজিস্ট্রেশন বাতিল করতে- *৮৮১১*২# অথবা “STOP” লিখে পাঠিয়ে দিন ৮৮১১ নাম্বারে।
ব্যালেন্স চেক করতে- *২২২*১৬#
©*এয়ারটেল
এয়ারটেল সিমের গ্রাহকরা ইমারজেন্সি ব্যালেন্স হিসাবে ৫ টাকা, ১০ টাকা, মেসেজ, ৩০ মেগাবাইট বা ৫০ মেগাবাইট পাবেন এক দিনের জন্য।
ব্যালেন্স পেতে- *১৪১*১০#