একবার চার্জ দিলে ৭ দিন চলবে স্মার্ট ফোন



একবার চার্জ দিলে ৭ দিন চলবে স্মার্ট ফোন।

এনার্জাইজার (energizer) ১৮ হাজার এমএএইচ ক্ষমতা সম্পন্ন স্মার্টফোনের ব্যাটারি বাজারে আনছে।
এই মোবাইলটি তে থাকছে ডিসপ্লে ৬.২ ইঞ্চি এলসিডি, সেলফি ক্যামেরা থাকছে সেলফি ডুয়েল ক্যামেরা এবং আরো থাকছে তিনটি রিয়ার ক্যামেরা। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে ৯.০ ভার্সন।
 এখন হয়তো ভাবছেন, এত সুন্দর স্মার্টফোন! এই স্মার্ট ফোনের রেম এবং রম কত হতে পারে? হে guy's আপনি ঠিকই আইডিয়া করেছেন। এই ফোনটিতে রাম থাকছিস ৬ জিবি এবং ১২৮ জিবি স্তরেজ পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি।
এই ফোনের কোম্পানি এনার্জাইজার দাবি করেছেন, এ ফোনটি একবার চার্জ দিলে গোটা সপ্তাহ নিশ্চিন্তে চলে যাবে। একটানা ৪৮ ঘন্টা ভিডিও সিস্টেম করা যাবে এই ফোনটি দিয়ে। একবার চার্জ দিলে যদিও এক সপ্তাহ চলে যায়, বাট এ ফোনটি চার্জ হতে সময় লাগবে ৮ ঘন্টা।
মোবাইল টির বাজার মূল্য কত টাকা আসতে পারে এখনো জানায়নি প্রতিষ্ঠানটি।

SMS editor Apps Download link---


Smart phone will run for 7 days if you charge once.


 Energizer brings the battery of 18 thousand MAH-capable smartphones to the market.

 The display will be available in this mobile with a 6.2-inch LCD, a cellphone camera with a Selfi Dual camera and three more rear cameras.  This phone uses the operating system 9.0 version.

 Now maybe thinking, so beautiful smartphone!  What can be the smart phone RAM and ROM?  Hey guys, you've just made ideas.  This phone is available in Ram 6GB and 128 GB is available free of charge.

 The company's company Enerzier has claimed that the whole week will be completely satisfied if the phone is charged once.  Continuous 48 hours video system can be made by this phone.  Even though charging once a week, Butt will take 8 hours to charge the phone.

 How much money can the mobile market price still do not tell, the company has not yet told

Thanks for reading my writing, JF Anika.

ধন্যবাদ আমার লেখা গুলো পড়ার জন্য, জে.এফ আনিকা।

Post a Comment (0)
Previous Post Next Post