সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেল গুগল প্লাস। ২০১১ সালে চালু হয় এই সামাজিক যোগাযোগ মাধ্যম। ঠিক তখন থেকেই গুগল প্লাস চেষ্টা করে নানাভাবে, ফেসবুক এবং টুইটার এর মত জনপ্রিয় হতে। কিন্তু দুঃখের ব্যাপার গুগল প্লাস অনেকভাবে চেষ্টা করার পর ব্যর্থ হল। কোন ভাবেই তার জনপ্রিয়তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মত হলো না। তবে গুগোল প্লাস এর জনপ্রিয়তাও অনেক ছিল। গুগল প্লাসের স্টাইল ছিল খুবই সাদাসিধে। গুগল প্লাস একাউন্ট করতে পড়তে হতো না কোন ঝামেলা সরাসরি জিমেইলে লগইন করে গুগোল প্লাস স্বয়ংক্রিয়ভাবে লগইন হয়ে যেত তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার সেটি হচ্ছে গুগল প্লাস এর নিরাপত্তা বিধান। অনেক ব্যবহারকারী গুগল কে জানিয়েছিল যে, গুগোল প্লাস কোন কিছু নিজের মধ্যে আবদ্ধ রাখতে পারেননি। তাই গত মঙ্গলবার স্থানীয় ভাবে বন্ধ করে দেওয়া হয় গুগল প্লাস একাউন্ট। এর সঙ্গে সঙ্গে এই একাউন্টের সব সুযোগ-সুবিধা বন্ধ হয়ে যায়।হয়তো অনেকে ভাবছেন গুগল কেন এত তাড়াতাড়ি অ্যাকশন নিল। আসলে তাহলে ভুল করছেন আপনি। গুগল গত বছরে ঘোষণা দিয়েছিল গুগল প্লাস একাউন্ট এর বন্ধন করার কথা।
Google Plus was closed for lifetime. This social network launched in 2011. From the very beginning, Google tried to be popular in many ways, like Facebook and Twitter. But sadly Google Plus failed after many attempts to fail. In any way, its popularity is not like social network Facebook. But the popularity of Google Plus was a lot. The Google Plus style was very simple. Google Plus account did not have to be any trouble, by logging directly into Gmail, Google Plus was automatically logged in, but the most important thing is that Google Plus's security provision is. Many users have told Google that Google Plus could not keep anything in themselves.
App Download Link
the Google Plus account is locked locally on Tuesday. At the same time, all the benefits of this account are closed. Many people think that why Google took action so quickly. If you are actually doing wrong then you Google announced last year that the Google Plus Account was to be binding.