এত ভালোবাসার খুনসুটি
সাজ্জাদ সিয়াম
ভালোবাসি ফুলে বাতাসের হাসি মেঘের খোঁপায় বাঁধানো, ভালোবেসি বলে দূরদেশে রেখে অভিমানী মনে কাঁদানো।
ভালোবাসি ঐ লাল দুটি ঠোটে বাঁকানো হাসির কলোনি,
"এত ভালোবাসো? কোনোদিনো কেন মুখ ফুটে তবে বলোনি!"
ভালোবাসি চোখে কাজলের মায়া; দ্রুতগামী মিটমিটানি, বিশেষ দিবসে প্রেমিকার দুটি স্নেহ মাখা হাতে পিটানি!
ভালোবাসি ফোনে, মেসেঞ্জারের বাংলিশ যত আলাপন,
ভালোবাসা যেন উপচে পড়ছে; এতোটা ছিল কি 'কাল আপন?
ভালোবাসি তবু পাগলের মতো নেই কিছু বাঁধ-বিচারে, মিটবে বলো না কয়টা জনমে; এক-দুই-তিন কি চারে?
ভালোবাসি তাই ভালোবেসে যাবো আর কিছু মিতু জানি না,
আচ্ছা বলো তো, তুমি কি আমার এই হৃদয়ের রাণী না!!??
The murder of so much love
Sajjad Shiam
The love of the wind blows on the clouds of the breeze, the heart of the heart of love,
Love the red two lip-smiling colony,
"Why do you love so much?"
Kajal Maya in love; Faster fluttering, the special day, the two affectionate lover of the hand beat the hand!
On the phone, the messenger's communist conversation,
Love is overflowing; It was so, what is your time?
Love is not like crazy; In some dams, do not tell me how many people; One or two or three?
I love so much love and I do not know anything,
Well tell me, are not you the queen of my heart !! ??