SSC result 2019 || how to bring SSC result with marksheet || SSC result and marksheet 2019


 ২০১৯ সালের SSC পরীক্ষার ফলাফল আজ ০৬ মে দুপুর ১:০০ টায় দেশের সকল শিক্ষাবোর্ডের ।
আজকের 6 ই মে সারা বাংলাদেশে প্রকাশিত হবে এস এস সি রেজাল্ট। আর এই এস এস সি রেজাল্ট কিভাবে আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে আপনি নির্ভেজাল এ নিয়ে আসতে পারেন এটি নিয়ে থাকছে আমাদের আজকের প্রতিবেদন।আজকে পুরো আলোচনায় থাকছে কিভাবে আপনার হাতের এ স্মার্ট ফোন দিয়ে এসএসসি রেজাল্ট আনবেন এক নিমেষে।প্রথমে আপনাকে এসএসসি রেজাল্ট আনতে হলে আপনার একটি এ স্মার্ট ফোন অথবা একটি ট্যাবলেট অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থাকতে হবে। আর সঙ্গে থাকতে হবে নেট কানেকশন ‌। আপনারা খুব ভালো করেই জানেন নেট কানেকশন ছাড়া এস এস সি রেজাল্ট ইন্টারনেট থেকে আনা সম্ভব নয়। প্রথমে আপনার ফোনের ডাটা অন করবেন। তারপর যে কোন একটি ব্রাউজার সুচ করবেন। তারপর সেখানে নিচের দেওয়া এড্রেসটি লেখবেন অথবা নিচের যে লিঙ্কটি দিয়েছি সেখানে ক্লিক করবেন। তারপর এইরকম একটি ইন্টার পেইজ আসবে।

এই পেজে আসার পর প্রথমে এসএসসি-এইচএসসি এবং জি এস সি রেজাল্ট এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বলছে চুজ এক্সামিনেশনস এই পাশের নিচের একটা ছোট্ট আরো কি আছে এই আরো কি তে ক্লিক করতে হবে।  এখানে অনেকগুলো পরীক্ষার নাম দেখতে পারবো যেমন যে যাচ্ছি এসএসসি-এইচএসসি এইগুলো ‌।যেহেতু আমরা এসএসসি রেজাল্ট আনবো কাজেই এসএসসির ওপর ক্লিক করব। তারপর আছে ইয়ার এর পাশে ছোট্ট ওই ডাউন হেলো কিটি আছে ঐখানে আমরা ক্লিক করব। এখানে দেখতে পারবো অনেকগুলো সাল শো করছে।অবশ্যই 2019 এ ক্লিক করবো কারণ আমরা 2019 সালের এসএসসি রেজাল্ট আনতে চাচ্ছি। তারপর বলছে বোর্ড ডাউন অ্যারো কি তে ক্লিক করলে আমরা সবগুলো বোর্ডের নাম দেখতে পারবো এইখানে আমরা যে যে ভোর থেকে এক্সাম দিয়েছি সেই বোর্ড এর উপরে ক্লিক করব।
তারপর বলছে রেজাল্ট টাইপ এখানে আমরা ওই ছোট্ট আর ওকে তে ক্লিক করব প্লে করলে এখানে অনেকগুলো অপশন পাব। সবার প্রথমে লেখা আছে
 ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত রেজাল্ট এইখানেতে আমরা  ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এ 2 টি ছক পাব। এখানে যে এস কে রোল নাম্বার লেখা আছে সেখানে আমরা রোল নাম্বার এবং যেখানে রেজিস্ট্রেশন লেখা আছে তার নিচে আমরা রেজিস্ট্রেশন নাম্বার দিব ‌। এখানে আরও উল্লেখ থাকে যে রেজিস্ট্রেশন নাম্বারটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে।

Get Result:. https://eboardresults.com/app/

ডর পর সব নিচে লেখা আছে লাল বক্সে সিকিউরিটি কি তার পাশে কিছু এলোমেলো অগোছালো সংখ্যা দেওয়া আছে। এই এলোমেলো যে যে সংখ্যা যেভাবে দেওয়া আছে ওই ভাবেই আমরা ওই বক্সে লিখবো লেখার পর রেজাল্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা একটি ইন্টারফেস দেখতে পারবো যেটা আমাদের রেজাল্ট যেখানে আমাদের নাম বাবার নাম মার নাম এবং আমাদের টোটাল জিপিএ এবং টোটাল মার্কশিট আমরা দেখতে পারবো। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট যার জন্য আমরা এতক্ষন অনেক কষ্ট করলাম।যদি আমরা চাই এই রেজাল্ট আমাদের ফোনে সেভ করে রাখব সেটিও আমরা পারবো। এ রেজাল্ট মোবাইলে সেভ করতে গেলেএই পেজের উপরে আমরা দেখতে পারবো নীল বক্সের পৃন্ট লেখা আছে। আমরা এই প্রিন্ট লেখার উপায় একটা ক্লিক করব ক্লিক করলে দেখা যাবে উপরে কিছু ফাংশন আছে তার ডান পাশে ছোট্ট একটা ঝাপসা নীল বক্সে পিডিএফ লেখা আছে ‌। আমরা ওই পিডিএফ এ ক্লিক করব।ক্লিক করলে আমাদের লোকেশন চুজ করতে বলবে আমরা যদি ফাইল ম্যানেজার এ সেভ করি তাহলে লোকেশন ফাইল ম্যানেজারটি এড করে দিব ‌। দেন এইবার আমরা সেভ এ ক্লিক করব ‌। এখন আমাদের এই রেজাল্ট মোবাইলে সেভ হয়ে থাকবে।
এটি ছিল আমাদের আজকের টপিক। আশা করি আপনারা আমাদের এই টপিক থেকে অনেক উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন।


আর এই প্রতিবেদন থেকে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে নিচের দেওয়া লিংকে ক্লিক করে আমাদের ভিডিওটি দেখতে পারেন।

SSC result 2019|| নিজের রেজাল্ট নিজে আনুন মোবাইল ফোন দিয়ে
https://youtu.be/PIzJsX-FHG0


ওয়েবসাইটে এবং এসএমএস এর মাধ্যমে একযোগে প্রকাশ করা হবে।

এসএমএস রেজাল্ট দেখার নিয়ম 
সাধারণ শিক্ষা বোর্ড
SSC<>BOARD<>ROLL<>YEAR & SEND TO 16222

মাদ্রাসা বোর্ড
SSC<>MAD<>ROLL<>YEAR & SEND TO 16222
কারিগরি শিক্ষা বোর্ড
SSC<>TEC<>ROLL<>YEAR & SEND TO 16222 নম্বরে পাঠাই দিন।
Charge is 2.44 TK
Example: SSC DHA 123456 2018 & SEND TO 16222

উপরের লিঙ্ক দিয়ে যদি রেজাল্ট দেখা না যায় তাহলে এই লিঙ্কে ক্লিক করে রেজাল্ট দেখুন। আহে এখানে শুধুমাত্র আপনার জিপিএ কত এইটা দেখাবে কিন্তু আপনি কোন সাবজেক্টে কত গ্রেড পেয়েছেন এটা দেখাবে না।
সার্ভার জ্যাম থাকার কারণে ওপরে লিংকটা কাজ করতে নাও পারে। কাজে আপনারা একটু পরে উপরের লিংকে ট্রাই করবেন।

এটা রেজাল্ট দেখার নতুন লিঙ্ক এখানে শুধু টোটাল জিপিএ দেখতে পারবেন ‌।

এই সবুজ লেখাটিতে ক্লিক করুন করে এখনই রেজাল্ট দেখুন।
                              ↡↡👇👇👇👇
এখনই রেজাল্ট দেখতে চাইলে এই নতুন লিংকে ক্লিক করুন

Thanks for reading my writing, JF Anika.

ধন্যবাদ আমার লেখা গুলো পড়ার জন্য, জে.এফ আনিকা।

Post a Comment (0)
Previous Post Next Post