কিভাবে কম্পিউটারের গ্রাফিক্স কার্ড চেক করব?

কিভাবে কম্পিউটারের গ্রাফিক্স কার্ড চেক করব? 


গ্রাফিক্সকার্ডার কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ পার্ট। আর ভালো ভাবে কম্পিউটার ইউজ করার জন্য গ্রাফিক্স কার্ড সম্পর্কে ধারণা থাকা ভালো। 
গ্রাফিক্স কার্ড চেক করার সবচেয়ে ভালো উপায় হলো DirectX Diagnostic Tool: 

প্রথমে আপনার কম্পিউটারের 
 ১। স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে। (কম্পিউটারের সব নিচে যে মেনু বাটন টা আছে ওইটা) 

২। সার্চ করতে হবে রান (RUN) লিখে।
 ৩। রান ফোল্ডারে একটি ফাঁকা জায়গায় থাকবে লেখার জন্য, সেখানে আপনি লিখবেন dxdiag এবার ওকে তে ক্লিক করুন। 
 ৪। এবার একটি নতুন পপ আপ উইন্ডো ওপেন হবে, এখানে সবার উপরে টুলবারে দুই নাম্বারে ডিসপ্লে লেখা আছে সেখানে ক্লিক করুন। এখানে আপনার গ্রাফিক্স কার্ড সম্পর্কে যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন।।

How do I check my computer's graphics card?

 1. Click Start.



 2. On the Start menu, click Run




 3. In the Open box, type "dxdiag" (without the quotation marks), and then click OK.

 4. The DirectX Diagnostic Tool opens. Click the Display tab. 




 5. On the Display tab, information about your graphics card is shown in the Device section. You can see the name of your card, as well as how much video memory it has.
JF Anika

যদি এই ওয়েবসাইটে লেখাগুলো ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ আপনাদের সকলের মঙ্গল করুক। (আমিন)

1 Comments

Thanks for reading my writing, JF Anika.

ধন্যবাদ আমার লেখা গুলো পড়ার জন্য, জে.এফ আনিকা।

Post a Comment
Previous Post Next Post