How to create a Gmail account for mobile| মোবাইল দিয়ে প্রফেশনাল ভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলুন

 how to create a gmail account


বর্তমান প্রযুক্তির যুগ। কাজেই বর্তমান সময়ে সাথে সম্পর্ক রাখতে হলে, আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট মোস্ট ইম্পরট্যান্ট। অনলাইনের এই বিশাল পৃথিবীতে প্রবেশের জন্য, আপনার জিমেইল টা হচ্ছে একটি চাবি। 

যদি আপনার একটি জিমেইল একাউন্ট না থাকে তাহলে অনলাইনে এসে আপনি কিছুই করতে পারবেন না।

তাই ধাপে ধাপে একটি ভেরীফাইড জিমেইল একাউন্ট খোলা খুব জরুরী।

অনেকে মনে করেন জিমেইল একাউন্ট খোলা পানির মতো সহজ ব্যাপার। আসলেই তাই। কিন্তু কথা হচ্ছে আপনি যদি সে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে গুরুত্বপূর্ণ কিছু করতে চান, তাহলে জিমেইল একাউন্টি অবশ্যই খুব সচেতন হয়ে দেখেশুনে করে খুলতে হবে। যেহেতু অনলাইনের কাজে একটি জিমেইল খুব গুরুত্বপূর্ণ কাজেই জিমেইলকে সিকিউরিটির ভিতর রাখার অনেকগুলো সিস্টেম রয়েছে। এই সিস্টেম অনুযায়ী আপনার জিমেইল টা কে সুরক্ষিত রাখতে হবে। এখন কোথায় হচ্ছে একটি জিমেইল একাউন্ট ক্রিয়েট করতে কি কি লাগে। 

প্রথমেই আপনার নামের প্রথম অংশ এবং শেষের অংশ।

দ্বিতীয় একটি ইউনিক জিমেইল নেম। (ইউনিক বলতে বুঝাচ্ছি আপনি যে জিমেইল টা খুলবেন সারাবিশ্বে এই জিমেইল শুধু একটাই হবে।) 

এবং জিমেইল এর প্রতিটি অক্ষর ছোট হাতের।

example@gmail.com

তৃতীয়। আপনার নিজস্ব একটি রানিং ফোন নাম্বার লাগবে যে সিমটি সবসময় আপনার কাছে থাকবে এবং আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে সিম রেজিস্ট্রেশন করা। 

আপনার জাতীয় পরিচয় পত্র দেখে আপনার জন্মসালের নির্ভুলভাবে দিবেন। 

রিকভারি করার জন্য আপনার পরিচিত কারও একটি জিমেইল দিলে খুব ভালো হয়। 

 আপনার জিমেইলে টু-স্টেপ ভেরিফিকেশন করে নিবেন। ব্যাস এবার আপনার জিমেইল কোন কারণে কেউ হ্যাক করতে চাইলে কিংবা পাসওয়ার্ড ভুলে গেলে সম্পূর্ণভাবে আবারও রিকভারি করতে পারবেন।



JF Anika

যদি এই ওয়েবসাইটে লেখাগুলো ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ আপনাদের সকলের মঙ্গল করুক। (আমিন)

Thanks for reading my writing, JF Anika.

ধন্যবাদ আমার লেখা গুলো পড়ার জন্য, জে.এফ আনিকা।

Post a Comment (0)
Previous Post Next Post