মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং kinemaster A to Z editing |Professional Video Editing in Mobile

 

Kinemaster

কাইনমাস্টার ‌। অসম্ভবকে সম্ভব করাই যার কাজ।

আমার মতে বিশ্ব সেরা ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন হচ্ছে কাইনমাস্টার। 

এই কাইনমাস্টার দিয়ে করা যায় না এমন কোন কাজ নেই।

তবে কাইনমাস্টার দিয়ে যেমন সব কাজ করা সম্ভব তেমনি কাইন মাস্টারের অনেক অপশন আছে।

সঠিক অপশন সঠিকভাবে প্রয়োগ করলেই সুন্দরভাবে ভিডিও এডিটিং করা সম্ভব।

 এই কাইন মাস্টারের অনেক অপশন অনেকভাবে অনেক রকম করে ভিডিও এডিটিং করা যায়।

কিন্তু ইউটিউবে গুগলে যা আর্টিকেল এবং ভিডিও দেখলাম।

কোথাও সম্পূর্ণ ভাবে কাইনমাস্টার এর কাজ গুলো দেখানো হয়নি।

আমি চেষ্টা করেছি আমার ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ভিডিও এডিটিং করতে যা যা লাগে সম্পূর্ণ কিছু দেখানোর। 

আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন


       


এবং এর পরে আপনারা যদি ভিডিওতে বেশি কমেন্ট করেন তাহলে আমি বিভিন্ন স্টাইল এর বিভিন্ন ভাবে প্রেজেন্ট করা ভিডিও গুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি।

কিন্তু দুঃখের বিষয় এই যে গুগল প্লে স্টোর থেকে আমরা যদি কাইনমাস্টার এপ্লিকেশন ইন্সটল করি তাহলে সেই অ্যাপ্লিকেশনে কাইনমাস্টার একটি ওয়াটারমার্ক থাকে।

যা রিমুভ করতে চাইলে আমাদের এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হবে।

অথবা আমরা চুরি করে ব্যবহার করতে পারি যার নাম হচ্ছে মুড ভার্সান।

 কিন্তু এই মুড ভার্সান এসব কিছু থাকেনা,

তবে আমি আজকে যে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা তে একশোর মধ্যে 98 শতাংশ অপশন সুন্দর ভাবে দেওয়া আছে।

এবং আমি সব সময় এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করি।

এই এপ্লিকেশনটি ইন্সটল করার পর যদি কারো ফোনের সব অপশন না আসে, তাহলে বুঝতে হবে আপনার ফোনের ধারণ ক্ষমতা কম।

কারণ কাইনমাস্টার আপনার ডিভাইস পারমিশন নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ডিভাইসের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়। আপনার ডিভাইসের যতটুকু ক্ষমতা কাইনমাস্টার ততটুকু অপশন আপনাকে দেখায়।

বিশেষ করে আপনার ফোনের ডিসপ্লে রেজুলেশন যদি খারাপ হয় তাহলে আপনি যেকোন এডিটিং অ্যাপ দিয়ে কাজ করতে পারবেন না ভিডিও মাঝখানে ফেটে যাবে।

আপনি আবার ডিসপ্লে রেজুলেশন বলতে ডিসপ্লে কত ইঞ্চি এটা বুঝবেন না। দেখবেন আপনার ফোনের ডিসপ্লের সাইজ এর পাশে দেওয়া আছে 1080* 720 এই সংখ্যাটাকে ডিসপ্লে রেজুলেশন বোঝায়। যদি আপনার ফোনের ডিসপ্লে রেজুলেশন হয় 2130 * 1080 তাহলে আপনি ল্যাপটপ এর মত ভিডিও এডিটিং করতে পারবেন। 

ধারণা পাওয়ার জন্য। আপনি আমার ইউটিউব চ্যানেল গুলোর নতুন ভিডিও দেখতে পারেন।

এই রেজুলেশনের ফোন আমার। রেডমি নোট 8 

তবে আপনারা যদি মোবাইল ফ্রেম চান আমার গুগল ড্রাইভের লিংক দিয়ে দিচ্ছি:

 আপনারা চাইলে এই লিংকে ক্লিক করে মোবাইল ফ্রেম ডাউনলোড করে নিতে পারেন।

https://fc.lc/X14X5tx5

এবং কাইনমাস্টার মোট ভার্শন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।

https://fc.lc/X14X5tx5

সবশেষে যে কথা,

আমার ভিডিও গুলো দেখে আপনি কতটুকু শিখতে পেরেছেন এর ফিডব্যাক গুলো আমাকে দিবেন।

এ ফিডব্যাক গুলো দিলে আমার অনেক ভালো লাগে।

এবং আমার ইউটিউব চ্যানেলের ভিডিও তে গিয়ে কমেন্ট করবেন তাহলে আরো নিত্য নতুন ভিডিও গুলো দিতে আমি উৎসাহ বোধ করি।


JF Anika

যদি এই ওয়েবসাইটে লেখাগুলো ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ আপনাদের সকলের মঙ্গল করুক। (আমিন)

2 Comments

Thanks for reading my writing, JF Anika.

ধন্যবাদ আমার লেখা গুলো পড়ার জন্য, জে.এফ আনিকা।

Post a Comment
Previous Post Next Post