ইংরেজিতে সাধারণত দু ভাবে প্রশ্ন করা যায়। Auxiliary verb ও Wh-word দিয়ে। Auxiliary verb দিয়ে যখন Interrogative sentence গঠন করা হয় তখন তার উত্তরে yes বা no বলা বা লেখা যায়। কিন্তু WH-Question এ Yes বা no দ্বারা উত্তর দেওয়া যায় না।
মূলতঃ WH-Question দ্বারা কোন তথ্য জানতে চাওয়া হয়। তাই WH-Question- এর উত্তর সম্পূর্ণ লিখতে হয়।
WH শব্দ বলতে সেই সকল শব্দকে বুঝায় যে সকল শব্দের মধ্যে W এবং H এ অক্ষর দু'টি থাকে। উক্ত WH শব্দগুলি হলাে
what, who, which, where, when, why, how, whose, whom । এদের মধ্যে who, whom. sentence- এরমধ্যে subject বা object হিসাবে বসে। when, where, why এবং how adverb হিসেবে ব্যবহৃত হয় এবং what, which ও whose - Pronoun হিসেবে বসে।
Who did the work? (as subject)
Whom did you see? (as object)
When did he come? (as adverbial)
What did he do? (as pronoun)
FORMS OF WH WORDS
For persons : Subject --- Who
Object - Who, whom
Possessive - whose
For things : Subject/ Object – what
For persons/ things : Subject/ Object – which
Note : WH - word- এর Singular ও plural একই থাকে।
Who WH-Question
সহজভাবে WH Question তৈরি করা নিয়ম
* " কে " বুঝলে Who WH-Question তৈরি করতে হয়।
* কাকে/ কারদ্বারা/ কারসাথে/ বুঝলে whom দ্বারা WH-Question তৈরি করতে হয়।
*কার বুঝলে whose দ্বারা WH-Question তৈরি করতে হয়।
* প্রদত্ত sentence টি দ্বারা কি, পেশা, বয়স, উচ্চতা ইত্যাদি সম্পর্কে জানতে চাওয়া হলে what দ্বারা WH-Question গঠন করা হয়।
* সময় সম্পর্কে জানতে চাওয়া হলে when দ্বারা WH-Question তৈরি করা হয়।
* প্রদত্ত Sentence এর মধ্যে জায়গার উল্লেখ থাকলে where দ্বারা WH-Question গঠন করা হয়।
* কিভাবে, কত, কেমন ইত্যাদি বুঝালে How দ্বারা WH-Question গঠন করা হয়।
* প্রদত্ত sentence টিতে I, we এর উদ্লেখ থাকলে WH-uest1on গঠন করার সময় তাদের পরবর্তে you বসে । Me ও us এর পরিবর্তে you এবং my ও our এর পরিবর্তে your ব্যবহৃত হয়।
1. who: কোন sentence এর subject সম্পর্কে জানতে চাওয়া হলে
("কে" বুঝালে) who দ্বারা প্রশ্ন করতে হয়।
এক্ষেত্রে who এর পরে সাহায্যকারী ক্রিয়া হিসেবে do/does/did বসে না।
Statement : Rahim took the money.
Question : Who took the money?
ব্যাখ্যা: উপরের statement-এ যদি প্রশ্ন করা হয় কে টাকাটি লইল তার উত্তরে পাওয়া যায় রহিম টাকাটি পইল। সুতারং উক্ত Sentence "কে" এ বুঝায় বলে who দ্বারা Question টি তৈরী করা হয়েছে ।
Statement : Munir opened the door.
Question : Who opened the door?
Statement : The man has done the work.
Question : Who has done the work?
Statement : The boy will go there.
Question : Who will go there?
2. whom : কাকে বুঝালে Whom, কার সাথে বুঝলে To Whom/ with Whom এবং কার দ্বার়া বু্ালে By whom wh-word দ্বারা প্রশ্ন করা হয় ।
Statement : I met Azad.
Question : Whom/Who dıd you meet?
Statement : She lives with her mother.
Question : With whom does she live?
Or : Whom/who does she live with?
Statement : The boy went to the manager.
Question : To whom/To who did the boy go?
Or : Whom/who did the boy go to?
Statement : The letter has been written by the boy.
Question : By whom/By who has the letter been written?
Note : Object হিসেবে whom এর পরিবর্তে Who ও বসে|
3. (1) Whose as subject : Possession সম্পর্কে জানতে চাওয়া হলে Whose- Wh word দ্বারা প্রশ্ন করা হয় । এক্ষেত্রে sentence এর মধ্যে কোন personal subject থাকবে না।
Structure : Whose + noun + be verb + ..........?
or, Whose + be verb + .........
Statement: This is Azad's book
Question: Whose book is this?
ব্যাখ্যা উপরের ডানদিকের sentence টিতে whose book দ্বারা জানতে চাওয়া হয় বইটি কার। তার উত্তর হিসেবে পাওয়া যায় বইটি আজাদের।
Statement: Rahim's car broke down
Question: Whose car broke down?
(ii) whose as object: এক্ষেত্রেও Possession সম্পর্কে জানতে চাওয়া হয়। Whose তখনই object যখন whose দ্বারা গঠিত sentence একটি personal subject (I, we, you, they, he, she ও নাম বাচক থাকে)
Structure : Whose + Noun + Auxiliary verb + personal subject + মূল verb+... .?
Statement: I took Azad's pen.
Question: Whose pen did you take?
ব্যাখ্যা: উপরের ডানদিকের Sentence টিতে তূমি কার কলম নিয়েছিলে তা জানতে চাওয়া হয়।
উত্তর আজাদের কলম নিয়েছিলাম Whose এখানে object কারণ এখানে take এ Verb টির কার্য Personal subject you দ্বারা সম্পন্ন হয়েছে |
Statement: I am reading Sumi's book.
Question: Whose book are you reading?
4. (i) What as subject : কি দ্বারা প্রশ্ন করে কোন কিছু সম্পর্কে জানতে চাওয়ার ক্ষেত্রে, What সাবজেক্ট হিসেবে Sentence এর শুরুতে বসে এক্ষেত্রে What যুক্ত Interrogative sentence (ইন্টারগেটিভ সেন্টেন্স) এ কোন থাকে না
Structure : What + verb + বাকি অংশ
Statement: My name is Arif.
Question: What is your name?
উপবের ডানদিকের Scentence এ েমায পাম বি তা আনায় ৪ন্য what दারা প্রশ্ন করা কাজটি সম্পন্ন হয়।
Statement : The news makes him laugh.
Question : What makes him laugh?
Statement : His aim is to shine in life?
Question : What is his aim?
Thank You So Much. Ami Puro Topics Gulo Porechi onek Sundor Hoyache.
ReplyDelete