How to writing stylish font on Facebook ফেসবুক হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে স্টাইলিশ ফন্ট এ মেসেজ লিখুন।

 আসসালামু আলাইকুম। 

আশাকরি সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা ফেসবুকে ঢুকলেই নানা রঙ্গের ফন্টের পোস্ট দেখি। অনেকের আইডির বায়ো অনেকে স্টাইলিশ লেখা দেখে থাকি। অনেকে আবার পোস্ট করার সময় কিভাবে যেন ফন্ট চেঞ্জ করে পোস্ট করে। হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে অন্যরকম স্টাইলে বন্ধুবান্ধব মেসেজ করে থাকেন। মাঝে মাঝে আমাদের অনেকের কিউরিসিটি হয় এই পোস্ট অথবা এগুলো কিভাবে লেখে? আজকের পোষ্টে খুব সুন্দর ভাবে দেশি দিব কিভাবে আপনি আপনার ফেইসবুকের নানান ফন্টে নানা স্টাইলে পোস্ট করতে পারবেন। 

আজকের যে মাধ্যমে আপনাদেরকে স্টাইলিশ পোস্ট কিংবা মেসেজ করার শেখাবো। সে মাধ্যম টি অনেক সহজ। প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে যাবেন।

এরপর সার্চ বারে লিখবেন funds keyboard 

এখানে অনেকগুলো কিবোর্ড শো করবে তবে আমি যে লিঙ্কটি শেয়ার করেছি আপনি সেই লিংকে ক্লিক করে এই কিবোর্ডে ডাউনলোড করে নেবেন। এরপর ওপেন বাটনে ক্লিক করুন। 


এই পেইজে এলাও বাটনে ক্লিক করবেন। 


এবার নতুন একটি পপ-আপ ওপেন হবে।



Step 1 enable fonts keyboard এই লেখার উপর ক্লিক করুন।

এবার নতুন কিবোর্ড এর পারমিশন টা অন করে দিন।

এখানে আরো দুটো পারমিশন আসবে সেগুলো অন করে দিবেন। 

এরপর, step 2 select fonts keyboard এই লেখার উপরে ক্লিক করুন। 


এবার নতুন কিবোর্ড এর উপর ক্লিক করুন। 


এবার যদি input type something আসে 



তাহলে আপনারা সম্পূর্ণ রেডি, আপনার পছন্দের পোষ্টঃ এবং বায়োস সেটআপ করার জন্য। 


মেসেজ করার সময় উপরের টাইম বার থেকে বিভিন্ন স্টাইলের ফন্ট পছন্দ করতে পারবেন। যে স্টাইলের ফন্ট পছন্দ করবেন ‌‌ ওই ফন্টের উপর ক্লিক করুন। এভাবে উপরে টাইম বার থেকে বিভিন্ন ধরনের ফন্ট নিয়ে আপনি লিখতে পারবেন। এবং বায়োস সেটআপ করার জন্য বিভিন্ন ধরনের এসটাইল আছে সেগুলো ব্যবহার করতে পারেন।


আরও বিস্তারিত এবং সুন্দরভাবে বোঝার জন্য নিচের ভিডিওটি দেখুন। 

JF Anika

যদি এই ওয়েবসাইটে লেখাগুলো ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ আপনাদের সকলের মঙ্গল করুক। (আমিন)

Thanks for reading my writing, JF Anika.

ধন্যবাদ আমার লেখা গুলো পড়ার জন্য, জে.এফ আনিকা।

Post a Comment (0)
Previous Post Next Post