কিভাবে windows.old ফোল্ডার ডিলিট করবো? delete your previous version of Windows



 উইন্ডোজ ওল্ড ফোল্ডার ডিলেট।

আসসালামু আলাইকুম।

 আশাকরি সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা শিখব কিভাবে windows.old ফোল্ডার ডিলিট করবো। নরমালি আমরা যখন আমাদের ডেক্সটপ অথবা পিসি থেকে উইন্ডোজ আপডেট করি। তখন আমাদের সি ড্রাইভে ওল্ড উইন্ডোজ নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয় যেটি নরমাল প্রসেসর ডিলিট করা যায় না। 

ব্যাপার না আমরা আমাদের টেকনিক অবলম্বন করে অনায়াসেই ফোল্ডারগুলো ডিলিট করে ফেলব। এই জন্য আমাদেরকে লোকাল ডিক্স সি সিলেক্ট করতে হবে।

মাউসের রাইট বাটন ক্লিক করে প্রোপার্টিস অপশনে ক্লিক করতে হবে। 

Properties 


নতুন যে পপআপ উইন্ডো ওপেন হয়েছে এর একটু নিচে দেখুন ডিস্ক ক্লিনআপ একটি অপশন আছে।

Disk cleanup


 আমরা এখানে ক্লিক করব। দেন কয়েক সেকেন্ড অপেক্ষা করব। নিচে খেয়াল করুন আরেকটি ছোট পপআপ উইন্ডো ওপেন হয়েছে এখানে বলছে ডিস্ক ক্লিনআপ ইজ ক্যালকুলেটিং । 

এখানে তারা আমাদের এই সি ড্রাইভ কে ক্যালকুলেশন করছে যে এখানে কতগুলো ফাইল আছে দেন সেই ফাইলগুলো আমাদের সামনে প্রেজেন্ট করবে।


ওকে ক্যালকুলেটিং শেষ এবার আপনার ফাইল সিলেক্ট করার পালা। স্ক্রল ডাউন করে একটু নিচে আসুন প্রিভিয়াস উইন্ডোজ ইন্সটলেশন ২৩জিবি প্লাস একটি ফাইল রয়েছে এটি হচ্ছে windows.old ফাইল আমরা এটাকে সিলেক্ট করে নিব। যদি এর সঙ্গে আপনি আরো কোন কোন ফাইল ডিলেট করতে চান সেগুলো সিলেক্ট করবেন। 

Select Delete file


এরপর ওকে বাটনে ক্লিক করুন। 

Deleting File 


যেহেতু এটি অনেক বড় ফাইল ডিলিট হতে 4 থেকে 5 মিনিট সময় লাগতে পারে ধৈর্য ধরে অপেক্ষা করুন। 

ওকে ফাইল ডিলিট হয়ে গেছে। এখানে ফ্রী স্পেইস দেখেও আপনি সেটা বুঝতে পারবেন ফোল্ডার ডিলিট হয়েছে কিনা। অথবা আমরা চাইলে সরাসরি সি ড্রাইভে গিয়েও চেক করতে পারি।

এই জন্য আমাদের ল্যাপটপের লোকাল ডেক্স ওপেন করব, দেখুন এখানে windows.old ফোল্ডারটি আর নেই। তারমানে আপদ বিদায় হয়েছে।

তো এভাবেই আপনারা অনায়াসেই আপনাদের windows.old ফোল্ডারটি ডিলিট করতে পারেন খুব ইজিলি 

আরো বিস্তারিত জানার জন্য নিচের ভিডিওটি দেখুন


JF Anika

যদি এই ওয়েবসাইটে লেখাগুলো ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ আপনাদের সকলের মঙ্গল করুক। (আমিন)

Thanks for reading my writing, JF Anika.

ধন্যবাদ আমার লেখা গুলো পড়ার জন্য, জে.এফ আনিকা।

Post a Comment (0)
Previous Post Next Post