রূপকথার গল্প|| কৃষকের মেয়ে




অনেকদিন আগের কথা। এক গ্রামে বাস করতো এক গরিব কৃষক। কৃষকের সংসারে ছিল তার স্ত্রী
একটি মেয়ে ও জমি চাষ করার জন্য  দুটি গাভী।
তার এই গাভী দুটো ছাড়া আর কোন
সম্পদ ছিল না।
কিন্তু তাতে কৃষকের মনে কোন দুঃখ নেই, কারন এই দুটি গাভী যা আয় করে তা দিয়েই সুখে সংসার চলে যেত।
একদিন হঠাৎ অনেক বড় রোগে কৃষকের স্ত্রী  মারা গেল।
কৃষক মনের দুঃখে একদিন সারাদিন কাঁদল। মনে হলো সে আর বাঁচবে না। কিন্তু সকালে উঠেই শুরু হলো এক নতুন গল্প।। সে গান গাইতে গাইতে ভাত রান্না করল, নাচতে নাচতে উঠান ঝাড়ু দিল। তারপরে খেয়ে কাজে গেল। কিন্তু মেয়েটির কথা একবারও মনে করল না। অথচ এই মেয়েকে না খাইয়ে দিয়ে কৃষক কখনো খেত না। তার মনে স্ত্রী মরার দুঃখ এখন আর নেই। এখন তার স্বপ্ন নতুন কুমারী মেয়েকে বিয়ে করে আনা এবং সেই স্ত্রী হবে খুব সুন্দরী‌।। বিধান রয়েছে স্ত্রী মারা যাওয়ার ৪০ দিনের মধ্যে বিয়ে নিষিদ্ধ। কিন্তু কে মনে বিধান?
যেই ভাবনা সেই কাজ। কৃষক বলা নেই কওয়া নেই হুট করে একটা সুন্দরী অল্প বয়সী মেয়ে বিয়ে করে আনল। যেদিনই কৃষকের নববধূ কৃষকের ঘরে প্রবেশ করল সেইদিনি তার  সতীনের মেয়েটিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। মেয়েটি আব্বাজান আব্বাজান করে অনেক কাঁদল। কিন্তু ছোট্ট মেয়েটির কান্না কৃষকের মন গলাতে পারেনি। মেয়েটি কাঁদতে কাঁদতে গরুর ঘরে গিয়ে বসলো। এই প্রখর শীতেও মেয়েটি শরীরে কোন কাপড় ছিলনা।   থর থর করে কাঁপছিল।। মেয়েটি শরীরের কাপ দেখে গাভী তার খাবারের খড় গুলো মুখ দিয়ে টেনে  মেয়েটি সামনে বিছিয়ে দিল। আর মুখে হুঁ হুঁ শব্দ করে মাথা নাড়ল। কিন্তু মেয়েটি এই সবের কিছুই বুঝতে পারলনা। কোনো কিছু বুঝতে না পেরে মেয়েটি খড়ের বেড়ার সাথে পিঠ দিয়ে বসে পরলো।। তার পর কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পরলো কেউ জানেনা।  ভোরের আলো চোখে আসতেই মেয়েটি চমকে উঠলো, চোখ খুলে দেখলো সে গাভীর পেটের উপর অন্ধ শোয়া। পরের দিন আবার শীতে কাঁপতে কাঁপতে সেই জায়গায় হেলান দিয়ে বসে পরলো, যখন মেয়েটি ঘুম ঘুম তখন গাভী ধীরে ধীরে মেয়েটি কে তার পেটের সঙ্গে নিয়ে শুয়ে পড়ল। মেয়েটিও ঘুমের ঘোরে গাভীর গলা দুই হাত দিয়ে জড়িয়ে ধরলো। পরের দিন সকালে চোখ খুলে দেখলো আবারো সে গাভীর পেটের উপর অন্ধ শোয়া।
মৃদু চোখে সে গাভী কে দেখলো তারপর তার কচি হাত দিয়ে গাভীর মুখ স্পর্শ করলো।  এই ভাবে দিন দিন গাভীর সঙ্গে মেয়েটি ভাব বাড়তে লাগলো।। আর এ দিকে  কৃষকের ডাইনি স্ত্রী
সব সময় চেষ্টা করতে লাগল মেয়েটা কে মেরে ফেলার জন্য। কিন্তু কিছুতেই  মেয়েটি কে মারতে পারে না।। দুই- তিন দিন করে  মেয়েটি কে না খাইয়ে রাখে, তবুও মেয়ে শুকিয়েও যায় না, মারাও যায় না।। বরং আরো মোটা তাজা হয়। পাতিলের সব  পোরা ভাত খেতে দেয় মেয়েটিকে, তবুও অসুস্থ হয় না। ডাইনী রেগে আগুন। একদিন ডাইনী মনে মনে ভাবল না আর দেরি করা যাবে না আজি এই রহস্য উদঘাটন করতে হবে। ডাইনী সব সময় মেয়েটি কে চোখে চোখে রাখলো। তিন- চার দিন পার হলে গেল, ডাইনীর কিছুই চোখে পারলনা। একদিন ডাইনী মনের সুখে মুরগির রান টেনে টেনে খাচ্ছিল আর আরাম করে পা ঝুকাচ্ছিল। আর মেয়েটি দাসীর মত সব কাজ করছিল। হঠাৎ কিসের যেন শব্দ ডাইনীর কানে আসল। ওমনি ডাইনী বেড়ার ফাঁকে চোখ লাগিয়ে দিল। মেয়েটি গাভী কে পানি খওয়াছে আর গাভীর পেট থেকে মিষ্টি, রসগোল্লা,দুধ,দই, পরে থালা ভরে যাচ্ছে আর ঝর-ঝর শব্দ হচ্ছে। মেয়েটি  টপা-টপ মুখে দিচ্ছে আর খাচ্ছে। ডাইনী আর  সহ্য করতে পারলনা। বড়ো একটা রামদা নিয়ে আসলো মেয়েটি কে মারার জন্য। অমনি গাভী হাম্বা করে চিৎকার করে উরাল দিল আর মেয়েটি গাভীর লেচঁ ধরে উরে গেল।। তাই দেখে ডাইনী কলিজা ফেটে মারা গেল।।

It's been a long time ago  One poor farmer lived in a village.  The farmer was in the house of his wife

 Two cows to cultivate a girl and land.

 No other than his cow

 There was no wealth.

 But there is no sorrow in the farmer's mind, because the families of these two cows could happily leave.

 One day, the wife of the farmer died suddenly due to a major disease.

 One day crying mournful of farmer's heart mourning all day.  I do not think he will live anymore.  But a new story started in the morning.  He cooked the rice to sing, singing and dancing to the dance broom.  Then went to work and went to work.  But she did not even think about the girl.  But the farmer could never eat this girl without eating it.  He does not have any sorrow for his wife's death.  Now her dream is to marry a new virgin girl and that woman will be very beautiful ..  The provision is that marriage is prohibited within 40 days of wife's death.  But who is the mind?

 That idea is that job.  The farmer does not say that there is a beautiful young girl who got married soon.  On the day the farmer's bride entered the farmer's house, she pushed her daughter's daughter in the neck and pushed her out.  She cried a lot by Baban bababan.  But the little girl's cry did not turn the heart of the farmer.  She went to the cow's room to weep and cry.  She did not have any clothes in the painful winter.  Thor thaar trembling ..  When the girl saw the body cup, the cow pulled her food straw from her mouth and spread it to the girl.  And the head nodded in the face with a lot of noise.  But the girl did not understand all of this.  She could not understand anything, she sat on the back with a straw fence.  After that, no one knows when someone is asleep asleep or crying.  The girl was surprised to see the light of the morning and opened her eyes and saw that she looked blind on the stomach of the cow.  The next day again, trembling trembling, he sat down and sat down while the girl woke up when the cow gradually fell asleep with her stomach.  The girl hugged the cow's neck with her hands in the sleeping hour.  The next morning, he opened his eyes and again he looked blind on the stomach of the cow.

 He looked at the cow with a gentle eyes and then touched the cow's face with his tender hand.  In this way, the girl started growing up with the cow.  And on this side the farmer's dyne wife


  •  Always trying to kill the girl.  But somehow the girl can not kill ..  For two or three days, who does not feed the girl, yet the girl does not dry up, she can not die.  Rather, it is more thick fresh.  The girl gives the pot of rice all the rice, but she still does not get sick.  Diana rage fire  One day the witch did not think of thinking and could not be delayed.  Diana always kept the girl in the eye.  Three-four days passed, I could not see anything of witch.  One day, the diner was happily dragging the chicken's run and slipping his legs with ease.  And the girl was doing all her work like a maid.  Suddenly, the sound of the witch's ears came in the ears.  Omni wore the eye of the dain fence.  The girl is drinking the cows and the sweet, juices, milk, curd, and the dish after the cow's stomach is full of flowing and fruiting sound.  The girl is giving up the face and eating.  Diana could no longer stand.  A big Ramada was brought to kill the girl.  The cow swallowed up and cried, and the girl got away from the cows.  So, the wounds of the wounds die.



1 Comments

Thanks for reading my writing, JF Anika.

ধন্যবাদ আমার লেখা গুলো পড়ার জন্য, জে.এফ আনিকা।

Post a Comment
Previous Post Next Post