কিভাবে দাঁতের ব্যথা ঘরোয়া উপায়ে দূর করবেন



কিভাবে দাঁতের ব্যথা ঘরোয়া উপায়ে দূর করবেন

।আসসালামু আলাইকুম। সম্মানিত ভিজিটর আমাদের অনেকেরই দাঁতের ব্যথার কারণে আমরা খুবই কষ্ট বোধ করি। এবং অনেক সময় আমরা খুব কান্নাকাটি করি। কারণ দাঁতের ব্যথা আসলেই অনেক যন্ত্রণাদায়ক একটি ব্যথা। যা সহ্য করার বাহিরে। এই বিষয়ে আজকের টিপস শেয়ার করবো। কিভাবে দাঁতের ব্যথা ঘরোয়া উপায়ে দূর করবেন। দাঁতে যেখানে ব্যথা করে, যে সাইডে বা ওইখানে একটি লবঙ্গ রেখে দিন এবং ঘন্টাখানেক পরেই আপনি বুঝবেন দাঁতের ব্যথা কতটা আরাম হয়েছে। এইভাবে আপনি ২-৩ দিন ব্যবহার করবেন। আপনার দাঁতের ব্যথা খুব স্বাভাবিক ভাবে দূর হয়ে যাবে।

Thanks for reading my writing, JF Anika.

ধন্যবাদ আমার লেখা গুলো পড়ার জন্য, জে.এফ আনিকা।

Post a Comment (0)
Previous Post Next Post