কিভাবে মেসেঞ্জারে ডার্ক অপশনটি একটিভ করব। kivabe messenger a dark option to active Karbo?


চোখের যত্নে ফেসবুক
মোবাইলের brightness চোখের জন্য মারাত্মক ক্ষতিকর। এই ভেবে ফেসবুক নতুন আপডেট নিয়ে এসেছে dark mode ডাক মোড। কিভাবে আপনি আপনার মেসেঞ্জারে অপশনটি একটিভ করবেন, এবং কিভাবে নিজের চোখে সুরক্ষিত রাখবেন। এই নিয়ে থাকছে আমাদের আজকের আয়োজন।
 প্রথমে আপনি আপনার মেসেঞ্জারে আপডেট করবেন। তোর পর যে কোন একটি চ্যাট অপশনে যাবেন। যাওয়ার পর ইমোজি অপশনে যাবেন। এসএমএস লেখার জায়গায় একটি অর্ধেক চাঁদ এর ইমোজি পাঠাবেন🌙। তারপর আপনার প্রোফাইলে যাবেন‌। যাওয়ার পর ডার্ক অপশন দেখতে পারবেন। এই অপশনটি একটিভ করে দিলেই আপনার মেসেঞ্জারে রাতের বেলায় দিব্যি চ্যাটিং করতে পারবেন। তবে যাদের ফ্রেন্ড সংখ্যা খুবই কম তারা এ সুবিধাটি উপভোগ করতে পারবেন না।
1.

2.
3.

4.


Eye Care Facebook

 Brightness of the mobile is harmful for the eyes.  Facebook has come up with a new update in this dark mode mode.  How do you activate the option in your messenger, and how to protect yourself.  This will take place on our today.

 First you will update your messenger.  After that you will go to any one of the chat options.  After going to emoji option.  Send a half-moon emoji to the place of writing SMS.  Then go to your profile.  After going to see the dark options.  If this option is activated, you can make a swipe at night in your messenger.  However, those who have very few friends can not enjoy this facility.


1 Comments

Thanks for reading my writing, JF Anika.

ধন্যবাদ আমার লেখা গুলো পড়ার জন্য, জে.এফ আনিকা।

Post a Comment
Previous Post Next Post