কণ্ঠ থেকে উচ্চারিত , চিন্তাপ্রসূত ও সুনির্দিষ্ট অর্থযুক্ত ধ্বনি সমষ্টিই ভাষা । এছাড়াও বলা যায় , মনের ভাব প্রকাশ করার জন্য আমরা মুখে যে কথা বলি অথবা কাগজপত্রে যা লিখে থাকি , তাই ভাষা ।
"মানুষ যে ধ্বনি বা ধ্বনিগুলাে দিয়ে মনের ভাব প্রকাশ করে তার নাম ভাষা । " - ড . মুহাম্মদ শহীদুল্লাহ
“ মনের ভাব প্রকাশের জন্য বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দিয়ে নিষ্পন্ন শব্দ সমষ্টিকে ভাষা বলে । ” -সুনীতিকুমার চট্টোপাধ্যায়
“ মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য কন্ঠ , জিহ্বা , তালু , দাঁত , নাক , মুখগহ্বর প্রভৃতি বাগযন্ত্রের সাহায্যে অপরের বােধ যে ধ্বনি সমষ্টিকে উচ্চারণ করে থাকে সেই ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে ভাষা বলে । " - ড . মুহম্মদ এনামুল হক
“ এক এক সমাজের সকল মানুষের অর্থবােধক ধ্বনি সমষ্টিই হলাে ভাষা । " -ড . মুহাম্মদ আব্দুল হাই ।
আসলে পশু - পাখির ডাক ভাষা নয় , তা কেবল নিছক কতকগুলাে ধ্বনি । ভাষা একান্তভাবেই মানুষের ।