ভাষা কি? ভাষা কাকে বলে?



কণ্ঠ থেকে উচ্চারিত , চিন্তাপ্রসূত ও সুনির্দিষ্ট অর্থযুক্ত ধ্বনি সমষ্টিই ভাষা । এছাড়াও বলা যায় , মনের ভাব প্রকাশ করার জন্য আমরা মুখে যে কথা বলি অথবা কাগজপত্রে যা লিখে থাকি , তাই ভাষা ।


"মানুষ যে ধ্বনি বা ধ্বনিগুলাে দিয়ে মনের ভাব প্রকাশ করে তার নাম ভাষা । " - ড . মুহাম্মদ শহীদুল্লাহ 

 “ মনের ভাব প্রকাশের জন্য বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দিয়ে নিষ্পন্ন শব্দ সমষ্টিকে ভাষা বলে । ” -সুনীতিকুমার চট্টোপাধ্যায়

“ মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য কন্ঠ , জিহ্বা , তালু , দাঁত , নাক , মুখগহ্বর প্রভৃতি বাগযন্ত্রের সাহায্যে অপরের বােধ যে ধ্বনি সমষ্টিকে উচ্চারণ করে থাকে সেই ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে ভাষা বলে । " - ড . মুহম্মদ এনামুল হক

 “ এক এক সমাজের সকল মানুষের অর্থবােধক ধ্বনি সমষ্টিই হলাে ভাষা । " -ড . মুহাম্মদ আব্দুল হাই । 



আসলে পশু - পাখির ডাক ভাষা নয় , তা কেবল নিছক কতকগুলাে ধ্বনি । ভাষা একান্তভাবেই মানুষের ।




JF Anika

যদি এই ওয়েবসাইটে লেখাগুলো ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ আপনাদের সকলের মঙ্গল করুক। (আমিন)

Thanks for reading my writing, JF Anika.

ধন্যবাদ আমার লেখা গুলো পড়ার জন্য, জে.এফ আনিকা।

Post a Comment (0)
Previous Post Next Post