পৃথিবীর প্রায় সকল ভাষারই দুটি রূপ — একটি বাচন - নির্ভর আর একটি লিখন - নির্ভর ।
বাচন নির্ভর ভাষা বদলে যায় এক স্থান থেকে অন্যস্থানে গেলেই- সামান্য সাত - আট কিলােমিটার তফাতেই । তাই বলা হয় ‘ যােজনান্তে ভাষা ’ অর্থাৎ চার কিলােমিটার পরেই ভাষার ভিন্নতা লক্ষ করা যায় ।
বিভিন্ন অঞ্চলের ভাষার বিভিন্ন। মানুষের মনের ভাবের আদান - প্রদান বিস্তর অসুবিধা সৃষ্টি হওয়ার ফলে দেশের শিক্ষিত ও পন্ডিত সমাজের মধ্যে একটি আদর্শ সাহিত্যিক ভাষার প্রচলন করেন । এ সাহিত্যিক ভাষাকে বলা হয় সাধু ভাষা ।
অন্যদিকে , বিভিন্ন অঞ্চলের বিভিন্ন আঞ্চলিক ভাষার একটি মার্জিত বা প্রমিত রূপ নির্মাণ করে সাহিত্যিকগণ তা ভাষার সাহিত্য , পাঠ্যপুস্তকে ও আনুষ্ঠানিক কাজে ব্যবহার করেছেন । এ ভাষাকে বলা হয় প্রমিত চলিত ভাষা । এ দুটি আমাদের দেশের ‘ মান ভাষা ’ ( Standard Language ) ও সাহিত্যের ভাষা ।