বাংলা ভাষার রূপ কয়টি ও নাম কি কি?

 



বাংলা ভাষার রূপ কয়টি ও কি কি? 


পৃথিবীর প্রায় সকল ভাষারই দুটি রূপ — একটি বাচন - নির্ভর আর একটি লিখন - নির্ভর  

বাচন নির্ভর ভাষা বদলে যায় এক স্থান থেকে অন্যস্থানে গেলেই- সামান্য সাত - আট কিলােমিটার তফাতেই । তাই বলা হয় যােজনান্তে ভাষা অর্থাৎ চার কিলােমিটার পরেই ভাষার ভিন্নতা লক্ষ করা যায় । 


 বিভিন্ন অঞ্চলের ভাষার বিভিন্ন। মানুষের মনের ভাবের আদান - প্রদান বিস্তর অসুবিধা সৃষ্টি হওয়ার ফলে দেশের শিক্ষিত ও পন্ডিত সমাজের মধ্যে একটি আদর্শ সাহিত্যিক ভাষার প্রচলন করেন । এ সাহিত্যিক ভাষাকে বলা হয় সাধু ভাষা । 

 অন্যদিকে , বিভিন্ন অঞ্চলের বিভিন্ন আঞ্চলিক ভাষার একটি মার্জিত বা প্রমিত রূপ নির্মাণ করে সাহিত্যিকগণ তা ভাষার সাহিত্য , পাঠ্যপুস্তকে ও আনুষ্ঠানিক কাজে ব্যবহার করেছেন । এ ভাষাকে বলা হয় প্রমিত চলিত ভাষা । এ দুটি আমাদের দেশের ‘ মান ভাষা ’ ( Standard Language ) ও সাহিত্যের ভাষা । 

JF Anika

যদি এই ওয়েবসাইটে লেখাগুলো ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ আপনাদের সকলের মঙ্গল করুক। (আমিন)

Thanks for reading my writing, JF Anika.

ধন্যবাদ আমার লেখা গুলো পড়ার জন্য, জে.এফ আনিকা।

Post a Comment (0)
Previous Post Next Post