সাধু ভাষা ও চলতি ভাষার মধ্যে পার্থক্য কি? এবং সাধু ও চলতি ভাষার উদাহরণ


সাধু ভাষার বৈশিষ্ট্য : 
১. সাধু ভাষায় সংস্কৃত ও তৎসম শব্দের প্রাধান্য বেশি থাকে ২. সাধু ভাষা গুরুগম্ভীর ও আভিজাত্যের অধিকারী । 
৩. বিদেশি শব্দের ব্যবহার অপেক্ষাকৃত কম ।
8 . এ ভাষার বাক্যরীতি নিয়ন্ত্রিত ও গতি মন্থর । 
৫. সাধু ভাষায় সন্ধি ও সমাসের আধিক্য বেশি থাকে ।
৬. সাধু ভাষায় ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয় । যেমন- করিয়া , বলিয়া , চলিয়া ইত্যাদি ।। 
৭. সাধু ভাষায় সর্বনামের পূর্ণরূপ ব্যবহূত হয় । যেমন- তাহারা , যাহারা , কাহারা ইত্যাদি ।
৮. সাধু ভাষা সাধারণত কথাবার্তা , বক্তৃতা ও নাটকের সংলাপের উপযােগী নয় । 
৯. প্রাচীন ভাষার প্রচলিত শব্দসমূহ সাধু ভাষায় স্থান পায় । ১০. সাধু ভাষা মার্জিত ও সর্বজনবােধ্য এবং অঞ্চলবিশেষের প্রভাবমুক্ত ।
সাধু ভাষার উদাহরণ: 
মা যেমন স্নেহ , মমতা ও ভালােবাসা দিয়া আমাদের আগলিয়ে রাখেন । দেশও তেমনটি তার আলাে ও বাতাস সম্পদ দিয়া আমাদের বাচাইয়া রাখিয়াছে । মাকে আমরা যেমন ভালােবাসি , দেশকেও তেমনি ভালােবাসিতে হইবে । দেশকে ভালােবাসার মধ্য দিয়াই সার্থক হইয়া উঠত আমাদের জীবন । 

চলিত ভাষার বৈশিষ্ট্য: 
১. প্রাচীন ভাষার প্রচলিত শব্দসমূহ পরিহার করা হয় । 
২. সাধু অপেক্ষা চলিত ভাষা সর্বসাধারণের জন্য সহজ ও সংক্ষিপ্ত । 
৩. চলিত ভাষা পরিবর্তনশীল । 
৪. চলিত ভাষায় তদ্ভব , দেশি ও বিদেশি শব্দের প্রয়ােগ বেশি থাকে । 
৫. ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহূত হয় । যেমন- করে , বলে , চলে ইত্যাদি । 
৬. সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় । যেমন- তারা , যারা , কারা ইত্যাদি । 
৭. চলিত ভাষা সন্ধি ও সমাসকে ভেঙে সহজ রূপে লেখার প্রবণতা বেশি ।
 ৮. চলিত ভাষা ব্যাকরণের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী নয় ।
 ৯. চলিত ভাষা , সাধারণত কথাবার্তা , বক্তৃতা ও নাটকের সংলাপের উপযােগী ।

প্রমিত চলিত ভাষার উদাহরণ :
চাচি মা যেমন স্নেহ , মমতা ও ভালােবাসা দিয়ে আমাদের আগলে রাখেন , দেশও তেমনিই তার আলাে ও বাতাস সম্পদ দিয়ে আমাদের বাচিয়ে রেখেছে । মাকে আমরা যেমন ভালােবাসি , দেশকেও তেমনিই ভালােবাসতে হবে । দেশকের ভালােবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন । গাই উপরে সাধু ও চলিত ভাষার যে উদাহরণ দেয়া হয়েছে । তাতে দেখা যায় যে , সাধু ভাষার ক্রিয়াপদ , সর্বনামপদ , বিশেষ্যপদ ও বিশেষণ পদ চলিত ভাষায় সংকুচিত এবং রূপান্তরিত হয়ে যায় ।
JF Anika

যদি এই ওয়েবসাইটে লেখাগুলো ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ আপনাদের সকলের মঙ্গল করুক। (আমিন)

Thanks for reading my writing, JF Anika.

ধন্যবাদ আমার লেখা গুলো পড়ার জন্য, জে.এফ আনিকা।

Post a Comment (0)
Previous Post Next Post