Language কাকে বলে?
মনের ভাব প্রকাশের জন্য মানুষ ঠোঁট , নাক , জিহ্বা , দাঁত প্রভৃতি বাগ্যন্ত্রের সাহায্যে যেসব অর্থবােধক ধ্বনি বা Sound উচ্চারণ করে তাকে Language বলে ।।
Language is the meaningful word which is used through nose , tongue , tooth , etc to express idea , feelings and desires .
Mother Language ( মাতৃভাষা )
মানুষ মায়ের মুখ থেকে শুনে শুনে যে ভাষা শেখে তাকে Mother Language বা Mother Tongue বলে ।
The language that is learnt from mother is called Mother Language .