কি করলে নামাজে মনোযোগ বসবে? নামাজে মনোযোগ বসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস।





 বেশিরভাগ মানুষ, নামাজেে মনোযোগী হতে পারে না। মনোযোগী হওয়ার জন্য  বিভিন্ন কৌশল অবলম্বন করার পরেও নামাজে মনোযোগী হতে পারে না।

এ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম এর একটি সহি হাদিস আজকে আলোচনা করব।
রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম বলেছেন নামাজে মনোযোগী না হওয়ার পিছনে একটি কারণ বিদ্যমান।
তা হলো শয়তান। একজন বান্দা যখন আল্লাহর নিকট নামাজের জন্য দাঁড়িয়ে যায়। তখন শয়তান তাকে বিভিন্নভাবে নামাজে অমনোযোগী হওয়ার জন্য কাজ করে।
রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম বলেছেন যখন তোমরা নামাজে অমনোযোগী হবে। সেই নামাযই তোমরা শয়তানকে মেরে ফেলবে। শয়তান কে মারার জন্য "আউযুবিল্লাহ হি মিনাশ শাইতোয়ানির রাজীম" পড়তে হবে। এবং মাথা পশ্চিম দিকেই থাকবে শুধু বাম গর্দান একটু বাঁকিয়ে তিনবার থুথু ফেলবে।
এতে নামাজের কোন ক্ষতি হবে না।
এভাবে যতবার নামাজে অমনোযোগী হবে ততবার ই এই নিয়ম প্রয়োগ করবে। ইনশাল্লাহ নামাজে মনোযোগ ফিরে আসবে।

JF Anika

যদি এই ওয়েবসাইটে লেখাগুলো ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ আপনাদের সকলের মঙ্গল করুক। (আমিন)

Thanks for reading my writing, JF Anika.

ধন্যবাদ আমার লেখা গুলো পড়ার জন্য, জে.এফ আনিকা।

Post a Comment (0)
Previous Post Next Post