ইংলিশ গ্রামার কাকে বলে? Grammar কাকে বলে| what is English grammar? English grammar কাকে বলে?



সুপ্রাচীন কাল থেকে মানুষ কথা বলা শিখেছে মুখে মুখে । তখন তার কথার কোনাে লিখিত রূপ ছিল না । মৌখিক ভাষা কাঠামােকে বিশ্লেষণ করে লিখিত রূপ প্রকাশের প্রয়ােজনেই Grammar বা ব্যাকরণের সৃষ্টি । ভাষা সৃষ্টির আদিকাল থেকে বর্তমান সময় পর্যন্ত নানা বৈশিষ্ট্যকে বিশ্লেষণ করে  একটি সর্বজনীন / সর্বজন গৃহীত রূপ নির্দেশ করার শাস্ত্রই   Grammar বা ব্যাকরণ । 

"ভাষার নিয়ম - শৃঙলা আবিষ্কার ও অভ্যন্তরীণ সৌন্দর্য উদ্ঘাটন করে তার সুবিন্যস্ত ও সুসংহত বর্ণনার নামই Grammar বা ব্যাকরণ ।"

"অন্য কথায় বলা যায় , Grammar হলে একগুচ্ছ কাঠামােবদ্ধ নিয়মের সমষ্টি যা উক্ত ভাষা শুদ্ধরূপে বলতে , লিখতে ও পড়তে সাহায্য করে ।"

Grammar is a set of structural rules that are used in reading , writing and speaking a language correctly . 



English Grammar ( ইংরেজি ব্যাকরণ ) 

কোনাে ভাষাই নিয়ম বহির্ভূত নয় । প্রতিটি ভাষার মতাে ইংরেজি ভাষারও নিজস্ব নিয়মকানুন আছে । আর নিয়মকানুন আছে বলেই ইংরেজি ভাষার Grammar আছে । 

"যে পুস্তক পাঠ করিলে ইংরেজি ভাষার সঠিক নিয়মকানুন জানা যায় এবং ইংরেজি ভাষা শুদ্ধরূপে বলতে , পড়তে ও লিখতে পারা যায় , তাকে English Grammar বলে ।"

The correct method of reading , writing and speaking of English language is called English Grammar

JF Anika

যদি এই ওয়েবসাইটে লেখাগুলো ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ আপনাদের সকলের মঙ্গল করুক। (আমিন)

Thanks for reading my writing, JF Anika.

ধন্যবাদ আমার লেখা গুলো পড়ার জন্য, জে.এফ আনিকা।

Post a Comment (0)
Previous Post Next Post