সুপ্রাচীন কাল থেকে মানুষ কথা বলা শিখেছে মুখে মুখে । তখন তার কথার কোনাে লিখিত রূপ ছিল না । মৌখিক ভাষা কাঠামােকে বিশ্লেষণ করে লিখিত রূপ প্রকাশের প্রয়ােজনেই Grammar বা ব্যাকরণের সৃষ্টি । ভাষা সৃষ্টির আদিকাল থেকে বর্তমান সময় পর্যন্ত নানা বৈশিষ্ট্যকে বিশ্লেষণ করে একটি সর্বজনীন / সর্বজন গৃহীত রূপ নির্দেশ করার শাস্ত্রই Grammar বা ব্যাকরণ ।
"ভাষার নিয়ম - শৃঙলা আবিষ্কার ও অভ্যন্তরীণ সৌন্দর্য উদ্ঘাটন করে তার সুবিন্যস্ত ও সুসংহত বর্ণনার নামই Grammar বা ব্যাকরণ ।"
"অন্য কথায় বলা যায় , Grammar হলে একগুচ্ছ কাঠামােবদ্ধ নিয়মের সমষ্টি যা উক্ত ভাষা শুদ্ধরূপে বলতে , লিখতে ও পড়তে সাহায্য করে ।"
Grammar is a set of structural rules that are used in reading , writing and speaking a language correctly .
English Grammar ( ইংরেজি ব্যাকরণ )
কোনাে ভাষাই নিয়ম বহির্ভূত নয় । প্রতিটি ভাষার মতাে ইংরেজি ভাষারও নিজস্ব নিয়মকানুন আছে । আর নিয়মকানুন আছে বলেই ইংরেজি ভাষার Grammar আছে ।
"যে পুস্তক পাঠ করিলে ইংরেজি ভাষার সঠিক নিয়মকানুন জানা যায় এবং ইংরেজি ভাষা শুদ্ধরূপে বলতে , পড়তে ও লিখতে পারা যায় , তাকে English Grammar বলে ।"
The correct method of reading , writing and speaking of English language is called English Grammar