Letter ( বর্ণ )
আমাদের গলা থেকে আওয়াজ বা Sound বেরিয়ে মুখগহ্বরের বিভিন্ন জায়গা পর্শ করে ধ্বনি আকারে উচ্চারিত হয় । এ ধ্বনিগুলাের উচ্চারণ আমরা শুনতে পাই কিন্তু দেখতে পাই না । ধ্বনিনির্দেশক সাংকেতিক চিহ্ন আবিষ্কার করে লিখিত রূপ দেওয়া হয় ।

অতএব , ধ্বনিনির্দেশক সাংকেতিক চিহ্নকে Letter বলা হয় । যেমন-– A , B , C , D , etc.
The symbolic sign that is used for writing a sound is called Letter .
শব্দের ক্ষুদ্রতম একক Letter আর Language- এর ক্ষুদ্রতম একক Word বা শব্দ |
Alphabet ( বর্ণমালা )
আজকের পৃথিবীতে স্বল্পসংখ্যক আদিবাসী সম্প্রদায় ব্যতীত সব জাতি বা সম্প্রদায়েরই পৃথক পৃথক Alphabet রয়েছে ।
ইংরেজি ভাষায় মােট ছাব্বিশটি Letter বা বর্ণ আছে । সমষ্টিগতভাবে এগুলােকে Alphabet বলে ।।
The letter from A to Z in English language are called Alphabet .
Alphabet বা বর্ণমালাকে দু'ভাবে লেখা হয় ।
যথা : Capital Letter বড় ছাঁদের অক্ষর এবং Small Letters ছােট ছাঁদের অক্ষর।
Capital Letters : বড় ছাঁদের অক্ষরের লিখিত বর্ণগুলােকে বলা হয় Capital Letters .
Capital Letters -গুলাে হলাে: A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
Small Letters : ছােট ছাঁদের অক্ষরের লিখিত বর্ণগুলােকে বলা হয় Small Letters .
Small Letters- গুলাে হলো: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z উল্লেখ্য ,
Capital এবং Small উভয় প্রকার Letter- কেই আবার বাঁকা কিংবা টানা ( Cursive / Non - cursive ) এ দু'রূপে লেখা হয়ে থাকে ।