Alphabet কাকে বলে? Later কাকে বলে?

Letter ( বর্ণ ) 

আমাদের গলা থেকে আওয়াজ বা Sound বেরিয়ে মুখগহ্বরের বিভিন্ন জায়গা পর্শ করে ধ্বনি আকারে উচ্চারিত হয় । এ ধ্বনিগুলাের উচ্চারণ আমরা শুনতে পাই কিন্তু দেখতে পাই না । ধ্বনিনির্দেশক সাংকেতিক চিহ্ন আবিষ্কার করে লিখিত রূপ দেওয়া হয় । 

অতএব , ধ্বনিনির্দেশক সাংকেতিক চিহ্নকে Letter বলা হয় । যেমন-– A , B , C , D , etc.

The symbolic sign that is used for writing a sound is called Letter . 

শব্দের ক্ষুদ্রতম একক Letter আর Language- এর ক্ষুদ্রতম একক Word বা শব্দ | 

Alphabet ( বর্ণমালা ) 

আজকের পৃথিবীতে স্বল্পসংখ্যক আদিবাসী সম্প্রদায় ব্যতীত সব জাতি বা সম্প্রদায়েরই পৃথক পৃথক Alphabet রয়েছে ।

ইংরেজি ভাষায় মােট ছাব্বিশটি Letter বা বর্ণ আছে । সমষ্টিগতভাবে এগুলােকে Alphabet বলে ।। 

The letter from A to Z in English language are called Alphabet . 

Alphabet বা বর্ণমালাকে দু'ভাবে লেখা হয় ।

যথা : Capital Letter বড় ছাঁদের অক্ষর এবং Small Letters ছােট ছাঁদের অক্ষর।

Capital Letters : বড় ছাঁদের অক্ষরের লিখিত বর্ণগুলােকে বলা হয় Capital Letters . 

Capital Letters -গুলাে হলাে: A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z 

Small Letters : ছােট ছাঁদের অক্ষরের লিখিত বর্ণগুলােকে বলা হয় Small Letters . 

Small Letters- গুলাে হলো: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z উল্লেখ্য ,

 Capital এবং Small উভয় প্রকার Letter- কেই আবার বাঁকা কিংবা টানা ( Cursive / Non - cursive ) এ দু'রূপে লেখা হয়ে থাকে ।  

JF Anika

যদি এই ওয়েবসাইটে লেখাগুলো ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ আপনাদের সকলের মঙ্গল করুক। (আমিন)

Thanks for reading my writing, JF Anika.

ধন্যবাদ আমার লেখা গুলো পড়ার জন্য, জে.এফ আনিকা।

Post a Comment (0)
Previous Post Next Post