প্রমিত মানে কি? প্রমিত শব্দের অর্থ কি? প্রমিত অর্থ কি? প্রমিত ভাষা কি বা কাকে বলে?



প্রমিত মানে কি?
প্রমিত শব্দের অর্থ কি?
প্রমিত অর্থ কি?

প্রমিত অর্থ আদর্শ চলতি ভাষা।
ইংরেজিতে প্রমিত ভাষা কে স্টান্ডার ল্যাঙ্গুয়েজ ( standard language) বলা হয়।।

এক কথায়, ভাষার সর্বজনগ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকেই প্রমিত ভাষা রীতি বলে।

আর ব্যাপক অর্থে, প্রমিত ভাষা রীতি হচ্ছে; কোন ভাষাভাষী অঞ্চলে প্রচলিত উপভাষাগুলোর উপরে সর্বজনমান্য একটি আদর্শ ভাষা গড়ে ওঠে। দেশের শিক্ষিত সম্প্রদায় এই আদর্শ ভাষাতেই ভাব বিনিময় করে থাকেন। বিভিন্ন অঞ্চলের উপভাষার উপাদানের সমন্বয় শিক্ষা অর্জনের ব্যবহৃত এ ভাষাই প্রমিত ভাষা।
শিক্ষিত বাঙালি সমাজে সর্বজনমান্য যে মুখের ভাষা প্রচলিত তাকে আমরা বলি প্রমিত চলতি ভাষা। যাকে ইংরেজিতে বলা হয় এ স্টান্ডার কলোকুইয়াল ল্যাঙ্গুয়েজ ( standard Colloquial language)

অন্যভাবে বলতে গেলে, বিভিন্ন ভাষারীতি কালক্রমে পরিমার্জিত হয়ে সবার গ্রহণযোগ্য একটি রূপ লাভ করে। এই ভাষারীতি সাধারণত শিক্ষিত লোকের কথাবার্তা ও নিত্য ব্যবহারে আরোও আকর্ষণীয় হয়। ভাষা ও যে শ্রমসাধ্য, প্রযত্নলব্ধ এবং শেখার কোন বিষয়_ প্রমিত ভাষা রীতি তারই প্রমাণ।

প্রমিত বাংলা বানানের নিয়ম:
'একজনের দুটো ছেলে ছিল।'

প্রমিত চলিত ভাষার উদাহরণ : মা যেমন স্নেহ , মমতা ও ভালােবাসা দিয়ে আমাদের আগলে রাখেন , দেশও তেমনিই তার আলাে ও বাতাস সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে । মাকে আমরা যেমন ভালােবাসি , দেশকেও তেমনিই ভালােবাসতে হবে । দেশকে ভালােবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন ।

 উপরে সাধু ও চলিত ভাষার যে উদাহরণ দেয়া হয়েছে । তাতে দেখা যায় যে , সাধু ভাষার ক্রিয়াপদ , সর্বনামপদ , বিশেষ্যপদ ও বিশেষণ পদ চলিত ভাষায় সংকুচিত এবং রূপান্তরিত হয়ে যায় ।

2 Comments

Thanks for reading my writing, JF Anika.

ধন্যবাদ আমার লেখা গুলো পড়ার জন্য, জে.এফ আনিকা।

Post a Comment
Previous Post Next Post