প্রমিত মানে কি?
প্রমিত শব্দের অর্থ কি?
প্রমিত অর্থ কি?
প্রমিত অর্থ আদর্শ চলতি ভাষা।
ইংরেজিতে প্রমিত ভাষা কে স্টান্ডার ল্যাঙ্গুয়েজ ( standard language) বলা হয়।।
এক কথায়, ভাষার সর্বজনগ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকেই প্রমিত ভাষা রীতি বলে।
আর ব্যাপক অর্থে, প্রমিত ভাষা রীতি হচ্ছে; কোন ভাষাভাষী অঞ্চলে প্রচলিত উপভাষাগুলোর উপরে সর্বজনমান্য একটি আদর্শ ভাষা গড়ে ওঠে। দেশের শিক্ষিত সম্প্রদায় এই আদর্শ ভাষাতেই ভাব বিনিময় করে থাকেন। বিভিন্ন অঞ্চলের উপভাষার উপাদানের সমন্বয় শিক্ষা অর্জনের ব্যবহৃত এ ভাষাই প্রমিত ভাষা।
শিক্ষিত বাঙালি সমাজে সর্বজনমান্য যে মুখের ভাষা প্রচলিত তাকে আমরা বলি প্রমিত চলতি ভাষা। যাকে ইংরেজিতে বলা হয় এ স্টান্ডার কলোকুইয়াল ল্যাঙ্গুয়েজ ( standard Colloquial language)
অন্যভাবে বলতে গেলে, বিভিন্ন ভাষারীতি কালক্রমে পরিমার্জিত হয়ে সবার গ্রহণযোগ্য একটি রূপ লাভ করে। এই ভাষারীতি সাধারণত শিক্ষিত লোকের কথাবার্তা ও নিত্য ব্যবহারে আরোও আকর্ষণীয় হয়। ভাষা ও যে শ্রমসাধ্য, প্রযত্নলব্ধ এবং শেখার কোন বিষয়_ প্রমিত ভাষা রীতি তারই প্রমাণ।
প্রমিত বাংলা বানানের নিয়ম:
'একজনের দুটো ছেলে ছিল।'
প্রমিত চলিত ভাষার উদাহরণ : মা যেমন স্নেহ , মমতা ও ভালােবাসা দিয়ে আমাদের আগলে রাখেন , দেশও তেমনিই তার আলাে ও বাতাস সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে । মাকে আমরা যেমন ভালােবাসি , দেশকেও তেমনিই ভালােবাসতে হবে । দেশকে ভালােবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন ।
উপরে সাধু ও চলিত ভাষার যে উদাহরণ দেয়া হয়েছে । তাতে দেখা যায় যে , সাধু ভাষার ক্রিয়াপদ , সর্বনামপদ , বিশেষ্যপদ ও বিশেষণ পদ চলিত ভাষায় সংকুচিত এবং রূপান্তরিত হয়ে যায় ।
great post. thanks anika
ReplyDeleteWelcome
Delete